Scores

কোহলির অদ্ভুত দাবিও মেনে নিল বোর্ড

খেলার সময় স্ত্রীদের সঙ্গে রাখার জন্য ক্রিকেটারদের হয়ে যে আবেদন করেছিলেন বিরাট কোহলি, সেটি মেনে নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

কোহলি-আনুশকাকে-আইনি-নোটিশ

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে অদ্ভুত এক বিড়ম্বনায় পড়েছিল ভারতের ক্রিকেট অঙ্গন। ঘরের মাঠে ভারত লড়ছে সফরকারী উইন্ডিজের বিপক্ষে। ওয়ানডে ও টি-২০ সিরিজ সামনে, তবে গত হয়েছে টেস্ট সিরিজ। ঐ সিরিজে সবসময়ই আনুশকা ছিলেন দলের অংশ হয়ে। তার স্বামী বিরাট কোহলি যখন দলের অধিনায়ক, তখন সেটি নিয়ে খুব বেশি কথাও বলতে পারছে না তথাকথিত ‘নিন্দুকরা’! তবে শোনা গিয়েছিল, আনুশকার এই উপস্থিতি নিয়ে বেশ অস্বস্তিতে ছিল টিম ম্যানেজমেন্ট ও বোর্ড।

ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের পূর্বের নিয়ম অনুযায়ী, বিদেশ সফরে ১৪ দিনের বেশি স্ত্রী বা প্রেমিকাকে সঙ্গে রাখতে পারবেন না ক্রিকেটাররা। কোহলি অবশ্য সেই নিয়মের তোয়াক্কা করেননি ইতিপূর্বে। বিদেশ সফরের মত দেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজগুলতেও স্ত্রীকে রেখেছেন ছায়া করে। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে পুরো দলের জন্যই নিজের নেওয়া সুবিধা এনে দিতে চান। এই নিমিত্তে বোর্ডের কাছে ক্রিকেটারদের পক্ষ থেকে স্ত্রী ও প্রেমিকাকে সাথে রাখার জন্য অনুমতি প্রার্থনা করেন।

Also Read - মাসাকাদজার ব্যাটে লড়ছে পাঁচ উইকেট হারানো জিম্বাবুয়ে


আনুশকাকে নিয়ে বিড়ম্বনায় ভারতের ক্রিকেট অঙ্গনকোহলির এমন অদ্ভুত চাওয়ার বিপরীতে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটিই ছিল দেখার বিষয়। তবে খুব কম মানুষই ভেবেছিলেন, বোর্ড কোহলির প্রস্তাবে সায় দিবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিসিসিআই জানিয়েছে, এখন থেকে স্ত্রী-প্রেমিকাদের সাথে রাখতে পারবেন ক্রিকেটাররা।

কোহলি ও আনুশকার রসায়ন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে গাঁটছড়া বেঁধেও এতটুকু কমেনি দুজনের বন্ধন-শক্তি, বরং বেড়েছে। দুজনের মধ্যকার দূরত্ব এতই কম যে জাতীয় দলের হয়ে কোহলি খেলার সময়ও তার সাথে রয়েছেন আনুশকা। যদিও অভিযোগ রয়েছে, দলের অনেক সিদ্ধান্তেও নাকি আনুশকা প্রভাব বিস্তার করা শুরু করেছেন! এমনকি তার বেশিরভাগ সময়ই কাটে খেলোয়াড়দের সাজঘরে, যা স্বভাবতই অস্বস্তিতে রাখে ক্রিকেটারদের।

বিয়ের পর তথা আনুশকা যখন থেকে কোহলির সত্যিকার অর্থেই ‘ছায়া’ হয়ে আছেন, তখন থেকে কোহলির ফর্মও দুর্দান্ত। এটি কি তবে প্রেয়সীকে সাথে রাখার ফল? বিসিসিআই হয়ত এই বিষয়টিকে বিবেচনা করেই কোহলির অদ্ভুত প্রস্তাবে সম্মতি জানিয়েছে!

আরও পড়ুন: আঙ্গুলে ব্যথা নিয়েই জিম্বাবুয়ে সিরিজেও খেলবেন মাশরাফি

Related Articles

আনুশকাকে রেখেই অস্ট্রেলিয়ায় ছুটবেন কোহলি

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার ‘৩ কোটি’ অনুদান

করোনাভাইরাস প্রতিরোধে কোহলি-আনুশকার অনুরোধ

আনুশকার হয়ে ব্যাট করলেন কোহলি