চোট কাটিয়ে দলে ফিরে ভালো করার প্রত্যয় হাসানের কণ্ঠে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে পেসার আছেন ৫ জন। তার মধ্যে সবচেয়ে তরুণ পেসার হাসান মাহমুদ। ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবারই চোটের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হাসানের।

চোট কাটিয়ে দলে ফিরে ভালো করার প্রত্যয় হাসানের কণ্ঠে
প্রকাশিত হয়েছে - 2022-09-17T16:36:19+06:00
আপডেট হয়েছে - 2022-09-17T16:42:39+06:00
খেলার সারসংক্ষেপ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে পেসার আছেন ৫ জন। তার মধ্যে সবচেয়ে তরুণ পেসার হাসান মাহমুদ। ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবারই চোটের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হাসানের।
হাসান মাহমুদ। ফাইল ছবি
কিছুদিন আগে অনুষ্ঠিত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেছেন হাসান। সেই সিরিজে নজরকাড়া বোলিং দিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি। তবে এরপরই আবারও হানা দেয় চোট, যে কারণে এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। তবে চোটসমস্যা থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। ট্রাই-নেশন সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
দলে ফেরার পর নিজের সেরাটা দিতে চান হাসান। আজ (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘অবশ্যই আগে জিম্বাবুয়েতে যেই সিরিজটা খেলেছি আলহামদুলিল্লাহ সেটা খেলে খুব আত্মবিশ্বাসী আমি। যেহেতু এখন বিশ্বকাপে আছি, নিজের সেরাটাই দিতে চাই ইনশাল্লাহ।’
জিম্বাবুয়েতে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন হাসান। দলে জায়গা পাওয়া নিয়েও তাই ছিল আত্মবিশ্বাস। হাসানের মতে, ‘আসলে আমার আগে যেই পারফরম্যান্স দেখেছেন আপনারা জিম্বাবুয়েতে সেটা নিয়ে আমার আত্মবিশ্বাস ছিল যে আমি দলে থাকতে পারি। তো আমাকে উনারা (নির্বাচক) বিবেচনায় রেখেছেন সেজন্য আমি খুবই কৃতজ্ঞ।’
এশিয়া কাপে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক, বিশেষ করে ডেথ ওভারে একদমই ছন্নছাড়া ছিলেন মুস্তাফিজুর রহমান-এবাদত হোসেনরা। সেদিক থেকে যেকোনো অবস্থার জন্যই প্রস্তুত আছেন বলে জানিয়েছেন হাসান, ‘প্রত্যেকটা ফাস্ট বোলারই আমরা সক্ষম ডেথে বল করার জন্য। আমাদের মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা পারব। এই জিনিসটা নিয়ে সামনে আমরা কাজ করব অবশ্যই দুবাইতে আমাদের যে নতুন কোচ (শ্রীধরন শ্রীরাম) আছেন উনার সাথে। অধিনায়ক যদি আমার উপর ভরসা রাখে যেকোনো সময়েই আনতে পারে। যেকোনো রোলের জন্য আমি প্রস্তুত আছি।’
আগামী কিছুদিন টানা খেলার মধ্যে থাকবে দল। সংযুক্ত আরব আমিরাতে ২টি ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডে আছে ট্রাই-নেশন সিরিজ। এরপর অস্ট্রেলিয়াতে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ। একেক কন্ডিশনের একেক রকম উইকেটে ভালো করার জন্য বোলিং দক্ষতাও আয়ত্ব করছেন হাসান, ‘যেই দেশের উইকেটই হোক একটা জায়গা থাকে উইকেটের যেখানে হিট করতে পারলে যেকোনো উইকেটেই ভালো করা সম্ভব। ওই জায়গাটাই আমাদের টার্গেট থাকবে।’
হাসান মাহমুদ। ছবিঃ বিডিক্রিকটাইম
বিশ্বকাপের মত মঞ্চে চাপও থাকে অনেক বেশি। চাপ সামলে নিজেদের মূল দক্ষতায় স্থির থাকার কথাও জানিয়েছেন হাসান, ‘আসলে যখন চাপের সময় আসে তখন হয়ত আমরা বেশি ভয় পেয়ে যাই আমাদের যেই মূল দক্ষতাটা তা হয়ত ভুলে যাই। যেকোনো চাপের অবস্থাতেই সেই জিনিসটা আমাদের প্রয়োগ করতে হবে, শিখতে হবে।’
চোট নিয়ে বেশ ভুগতে হয়েছে হাসানকে। অভিষেকের প্রায় ২ বছর পেরিয়ে গেলেও তাই এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৮টি। চোটের এই চ্যালেঞ্জ জয় করার জন্যও নিজেকে প্রস্তুত করছেন হাসান মাহমুদ।
চোট প্রসঙ্গে হাসান জানান, ‘(চোটসমস্যা) অবশ্যই চ্যালেঞ্জিং। ফাস্ট বোলারদের জন্য চোট জিনিসটা অনেকটা বন্ধুর মত, এসে আবার চলে যায়। এটা নিয়ে কাজ করার মধ্যে থাকতে হবে অবশ্যই, ফিটনেস বলেন বোলিং বলেন। সবকিছু মিলিয়ে এটা ধারাবাহিকতার ব্যাপার। সবসময় কাজের মধ্যে থাকলে এই জিনিসটা হয়ত হবে না। আসলে চোটের জন্য একটা কাজই করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমি আমার চেষ্টা চালিয়ে যাব ওয়ার্কিং বলেন, ফিটনেস বলেন ইনশাল্লাহ।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।