টেস্টে ছয় হাজারের ক্লাবে বাংলাদেশের প্রথম মুশফিক

প্রকাশিত হয়েছে - 2024-10-22T17:03:01+06:00
আপডেট হয়েছে - 2024-10-22T17:03:01+06:00
প্রথম ইনিংসেই ছয় হাজার রানের মাইলফলকের হাতছানি ছিল মুশফিকুর রহিমের সামনে। কিন্তু বাকি ব্যাটসম্যানদের মতো মুশফিকও ব্যর্থ হলে সেই মাইলফলক স্পর্শ করা হয়নি। তবে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অপেক্ষা দীর্ঘায়িত করেননি মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ছয় হাজার রান অতিক্রম করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ টেস্টের আগে মুশফিক ছিলেন ছয় হাজার থেকে ৩৯ রান দূরত্বে। প্রথম ইনিংসে মাত্র ১১ রান করেই মুশফিক বোল্ড হন কাগিসো রাবাদার বলে।
সফরকারীরা ২০২ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দলীয় ব্যাটিংয়ে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মুশফিক। ইনিংসের ২৬তম ওভারে রিভার্স সুইপে চার মেরে ৬০০০ রান অতিক্রম করেন মুশফিক। দিনশেষে তিনি অপরাজিত আছেন ২৬ বলে ৩১ রান করে।
ক্যারিয়ারের ৯৩তম টেস্ট খেলতে নামা মুশফিকের বর্তমান টেস্ট রান ৬০০৩। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে তার আছে ১১ শতক আর ২৭ অর্ধশতক। টেস্টে অনেকদিন ধরেই তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় হাজারের ঘর অতিক্রম করে ১৯ বছরের ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি অর্জন।
নিজের ক্যারিয়ারের ৮১তম টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সেখান থেকে ৬ হাজার রানে পৌঁছাতে মুশফিকের খেলতে হয়েছে ১২ টেস্ট। এর আগে এত কম টেস্টে মুশফিক কোনো হাজারের ঘর অতিক্রম করেননি। প্রথম এক হাজার রান করতে তার লেগেছিল ২০ টেস্ট। এরপর যথাক্রমে তাকে খেলতে হয়েছিল ১৫, ১৭, ১৪ এবং ১৫ টেস্ট।
৩ উইকেটে ১০১ রান নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ। এখনো ১০১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। মুশফিকের সাথে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।