টেস্টে সরফরাজের ফিরে আসা ও রান করতে দেখে খুশি মুশফিক
চার ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করেছেন সরফরাজ আহমেদ।

প্রকাশিত হয়েছে - 2023-01-08T13:05:43+06:00
আপডেট হয়েছে - 2023-01-08T13:05:43+06:00
টেস্ট ক্রিকেটে ফিরেই দারুণ প্রত্যাবর্তন হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের। ব্যাট হাতে রানও পেয়েছেন। তাঁর এমন অর্জনে দারুণ খুশি বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
রাজকীয়-প্রত্যাবর্তন-সরফরাজের
রমিজ রাজা সভাপতি থাকাকালীন সাইড বেঞ্চেই জায়গা হতো সরফরাজের। মূলত রিজওয়ান প্রথম চয়েজ উইকেটরক্ষক থাকায় সরফরাজ একাদশে জায়গা পাননি। অবশ্য যে রিজওয়ানের কাছে জায়গা হারিয়েছেন, সেই রিজওয়ানের পরিবর্তে নেমেই চমক দেখালেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ৩৩৫ রান করেছেন। পাকিস্তান ক্রিকেটে এমন প্রত্যাবর্তন খুব বিরল। আর তাঁর এই অর্জনে দারুণ খুশি মুশফিক। সরফরাজকে নিয়ে একটি টুইটও করেন তিনি। টুইটে লিখেন,
“মা শাহ আল্লাহ। তোমাকে জাতীয় দলে ফিরতে এবং রান করতে দেখতে পেয়ে খুশি হলাম। এগিয়ে যাও।”
একমাত্র সেঞ্চুরিটি এসেছে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে। ঐ টেস্টে তো প্রায় পাকিস্তানকে ম্যাচ জিতিয়েই দিয়েছিলেন। তবে অল্পের জন্য তা হাতছাড়া হয় পাকিস্তানের। সরফরাজের বিদায়ে ম্যাচের ফলাফলও বের করতে পারেনি পাকিস্তান।
এদিকে এক সিরিজে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম দুটি স্থানই দখল করে রেখেছেন ইমতিয়াজ আহমেদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।