'ডিআরএস তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, রংপুরের নজর ক্রিকেটে'
এবারের বিপিএলেও থাকছেও না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। তবে এটা নিয়ে মাথা ঘামাতে চান না রংপুর রাইডার্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক।

প্রকাশিত হয়েছে - 2023-01-04T19:51:54+06:00
আপডেট হয়েছে - 2023-01-04T19:51:54+06:00
বিপিএলে ডিআরএস না থাকায় ম্যাচে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি বিপিএল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাবনার বিষয় বলে জানালেন রংপুর রাইডার্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক। জাতীয় দলের সাবেক এই লেগ স্পিনারের কাছে দলের ক্রিকেটই বড়। ডিআরএস থাকা, না-থাকা নিয়ে না ভেবে দলের ক্রিকেটের ওপর গুরুত্ব দেবেন তারা।
রংপুর রাইডার্স
আগামী শুক্রবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা। তবে আবারও যেন ম্যাড়মেড়ে থেকে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের এই টি-টোয়েন্টি লিগ। আধুনিক ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস না থাকা কল্পনাই করা যায় না। তবে সেই ডিআরএস-ই থাকছে না এবারের বিপিএলেও।
বিপিএল শুরুর আগে বুধবার নিজেদের প্রস্তুতি ম্যাচে খেলতে নামে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে অনায়াসে জয় পাওয়া ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন রংপুরের বোলিং কোচ রফিক।
তখন বিপিএলে ডিআরএস না থাকা নিয়ে প্রশ্ন করা হয় রফিককে। জাতীয় দলের সাবেক এই স্পিনার জানান, " দেখুন এটা (ডিআরএস না থাকা) তাদের (বিপিএল ম্যানেজমেন্ট কমিটির) ব্যাপার। আমরা আমাদের ম্যাচ খেলবো। ওখানে (টুর্নামেন্টে) কি হবে না হবে, সেটা ম্যানেজমেন্ট দেখবে । সুতরাং এটা আমাদের বিষয় না।"
এদিকে অনুশীলনে বেশি বল করেননি জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। এছাড়া বুধবারের প্রস্তুতি ম্যাচেও চার ওভার পূর্ণ করেননি এই ডানহাতি পেসার।
তরুণ এই পেসারকে নিয়ে ইনজুরি ঝুঁকি আছে কিনা জিজ্ঞাসা করলে রফিক বলেন, "না, ইনশাআল্লাহ আমাদের সব প্লেয়ার ফিট আছে। আমরা ওই ধরনের চিন্তা ভাবনাই করছি- যে টিমটা কিভাবে বানাবো এবং কোন ডিপার্টমেন্টে আমার দলে শক্তি বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি ডিপার্টমেন্ট খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমাদের সব ডিপার্টমেন্টে স্ট্রং আছে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।