ঢাকায় ভালো খেলতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা : সোধি
সিলেটে হারের পর ঢাকায় ঘুরে দাঁড়াতে চায় কিউইরা।

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় সোধি
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-12-04T18:06:35+06:00
আপডেট হয়েছে - 2023-12-04T18:06:35+06:00
সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচে আলাদা নজর কেড়েছে অধিনায়ক শান্তর নেতৃত্ব। সাকিব-তামিম-লিটনহীন দলের এমন জয়ে উচ্ছ্বসিত সবাই। সিরিজে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া।
প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে টাইগাররা
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে চায় কিউইরা। ভালো করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। অতীত অভিজ্ঞতা কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন কিউই লেগ স্পিনার ইশ সোধি।
সোধি বলেন, "আপনি জানেন, হারের পরেও কিন্তু এখানে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়েরা আছে। আমরা সেখানে (মিরপুরে) আগেও খেলেছি, আমরা ভালোও করেছি। আমরা জানি কীভাবে পরবর্তী ম্যাচে নিজেদেরকে মানিয়ে নিয়ে মাঠে প্রয়োগ করতে চাই এবং আশা করি এটি এমন কিছুই হবে। আমরা সত্যিই ভাল করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি এবং হ্যাঁ, এই পরের খেলায় তা প্রয়োগ করতে পারি।"
সোধির কথায় উঠে এসেছে ঢাকার যানজটের কথাও। মিরপুরে আরো বেশি দর্শক প্রত্যাশা করছেন তিনি। এছাড়াও ম্যাচটি উত্তেজনাপূর্ণ হওয়া নিয়ে আশাবাদী সোধি।
"হ্যাঁ, আমি মনে করি ঢাকায় একটি বড় জনসংখ্যা আছে, এবং যখন আপনি বাসে করে আসছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি যানজটপূর্ণ শহর, তাই অবশ্যই এই মাঠে আরও বেশি দর্শক আসবে বলে আশা করা হচ্ছে, এবং এটি সত্যিই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। তারা তাদের দলকে ব্যাপকভাবে সমর্থন দেয়।"
বোলিং বিভাগে উন্নতির উপর জোর দিয়েছেন সোধি। মানিয়ে নেয়ার উপরই জোর দেন এই লেগ স্পিনার।
"আশা করি আমরা আগামী কয়েক দিনের মধ্যে একটি বোলিং গ্রুপ হিসাবে একত্রিত হতে পারব - একটি স্পিন বোলিং গ্রুপ, পেস বোলিং গ্রুপ হিসাবে আলোচনা করুন, যেটি যেমন দেখায় না কেন এবং উন্নতি করার চেষ্টা করুব। এটি সবসময় চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট না খেলাটা ব্যাপার না। কিন্তু যখন আপনি একসাথে আসেন, তখন আপনি কত দ্রুত মানিয়ে নিতে পারবেন সেটাই ব্যাপার।"
উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ দ্বিতীয় শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন সব ধরনের খবর সবার আগে পেতে BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাইক্লিক করুন এখানে বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।