
তামিমের ‘ফেরা’ নিয়ে মন্তব্য করতে রাজি নন ফারুক
প্রকাশিত হয়েছে - 2024-10-31T19:41:52+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T19:41:52+06:00
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরা নিয়ে প্রায় এক বছর ধরে চলছে টানাহেঁচড়া। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এখনও পর্যন্ত। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিদায়ের পর বর্তমান সভাপতি ফারুক আহমেদ এসেও এখনও পর্যন্ত কোনো সমাধান বের করতে পারেননি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম।
দায়িত্ব নিয়েই তামিমের ব্যাপারে ইতিবাচক থাকার কথা
জানিয়েছিলেন ফারুক। যদি তামিম খেলতে পারে তাহলে বিষয়টিকে ভালো বলেছিলেন ফারুক, তবে
তামিম যদি বোর্ডে আসতে চান সেক্ষেত্রেও তাকে স্বাগতম জানানোর ব্যাপারে প্রস্তুত
ছিলেন ফারুক। তবে কোনটি ঘটতে যাচ্ছে তা এখনও অনিশ্চিত।
চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক বলেন, ‘(ফেরা) এটা তামিম এবং নির্বাচকরা বুঝতে পারবে। তামিমও অনেক দিন ধরে খেলে না। তামিম যদি অনুশীলন করে, ফিট থাকে তখন তো অবশ্যই জিনিসটা অন্যরকম হবে। তামিম আসলে আমার সাথে এমন কোনো কথা বলেই নাই। ফলে কামব্যাক, ফেরা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি না।’
এছাড়া বিসিবিতে সব মিলিয়ে ১৪ জন পরিচালকের পদ শূন্য হওয়া এবং তাদের পরিবর্তে কারা আসবেন সে প্রসঙ্গে ফারুক জানান, ‘প্রসেস আছে। কয়দিন লাগবে আমি জানি না। যারা চলে গেছে তাতে যে অত ক্ষতি হবে তা না কারণ তারা অনুপস্থিত। এমন না যে তারা বাইরে থেকে আমাকে ল্যাপটপে হেল্প করছে, তা না। হয়ত লোডটা আমার উপর বেশি। যার যার ডিপার্টমেন্টে যে যে কাজ করছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।