
দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে - 2024-10-31T14:47:17+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T14:47:17+06:00
চট্টগ্রাম টেস্টে বেশ বেকায়দায় আছে বাংলাদেশ দল। তৃতীয় দিনে প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও চাপে আছে টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলে শেষ করে দ্বিতীয় সেশন, গিয়েছে চা বিরতিতে। এখনও ৩৭৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ব্যাটিং ধস।
দিনের সকালে ব্যাটিং ধসের পর মুমিনুল হক এবং তাইজুল ইসলাম মিলে ৮ম উইকেটে গড়েন ১০৩ রানের দারুণ এক জুটি। দারুণ খেলতে থাকা মুমিনুল ১১২ বলে ৮২ রান করে বিদায় নেন। তাইজুল খেলেছেন ৯৫ বলে ৩০ রানের ইনিংস। ১৫৯ রানের মাথাতে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট তোলেন ডেন প্যাটারসন এবং কেশব মহারাজ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ রানের মাথায় ওপেনার সাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান সাদমান।
এরপর মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান মিলে লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন। তবে জয়ের ইনিংসও লম্বা হয়নি। ৩১ বলে ১১ রান করে বিদায় নেন তিনি। সাথে সাথেই ফিরেছেন প্রথম ইনিংসে দারুণ ব্যাট করা মুমিনুল। ২ বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুমিনুল।
চা বিরতির ঠিক আগের বলে ডাউন দ্যা উইকেটে গিয়ে আউট হয়েছেন জাকির হাসান। ২৬ বলে ৭ রান করে বিদায় নেন জাকির। ৪ উইকেটে ৪৩ রান তুলে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। এখনও ৩৭৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।