
ধানমন্ডিকে হেসেখেলে হারালো প্রাইম ব্যাংক
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2025-03-18T17:38:33+06:00
আপডেট হয়েছে - 2025-03-18T17:38:33+06:00
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সহজেই জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক তোলে ৩০৮ রানের বিশাল পুঁজি। জবাবে ধানমন্ডির ইনিংস থেমেছে রানের মাথাতে। ৫৫ রানের সহজ জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।
হেসেখেলে জিতেছে প্রাইম ব্যাংক।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে
প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ধানমন্ডি। ওপেনিংয়ে নেমে এদিন ঝড়
তুলেছেন নাঈম শেখ। ফর্মে থাকা নাঈম ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে প্রথম ওভারেই তুলে ফেলেন
২৬ রান। ওপেনিং জুটি থেকে এসেছে ৬০ রান। ১৮ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায়
নেন নাঈম শেখ।
এরপর সাব্বির হোসেনের সাথে এগিয়েছেন জাকির হাসান। নাঈমের বিদায়ের পর কমে আসে প্রাইম ব্যাংকের রানের গতি। সাব্বির এগিয়েছেন দেখেশুনে। সাবধানী ব্যাটিংয়ে এগিয়েছেন জাকিরও। দুজনই ছুঁয়েছেন ফিফটি। ৭০ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের ১১৯ রানের মাথাতে বিদায় নেন সাব্বির।
জাকির আরও কিছুক্ষণ টিকে ছিলেন। চারে নেমে সুবিধা করতে পারেননি শাহাদাত হোসেন দিপু। ২৬ বলে ১৪ রান করে বিদায় নেন তিনি। জাকির খেলেন ৮৬ বলে ৬৪ রানের ইনিংস। শেষ দিকে ক্রিজে নেমে ঝড় তোলেন ইরফান শুক্কুর। ৫২ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনিউ। আরও বেশি ঝড়ো ব্যাটিং চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। মাত্র ৩৭ বলে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ইরফান এবং শামীমের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৯৬ রান, মাত্র ৬২ বলে।
আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন শামীম।
ধানমন্ডির হয়ে ৩ উইকেট শিকার করেন মইন খান। ১টি করে
উইকেট তুলেছেন কামরুল ইসলাম রাব্বি এবং হাসান মুরাদ।
জবাব দিতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি ধানমন্ডির। ৮ বলে ৪ রান করে দলীয় ১০ রানের মাথাতে সাজঘরে ফিরে যান হাবিবুর রহমান। আরেক ওপেনার জাকিরুল আহমেদও সুবিধা করতে পারেননি। ২৭ বলে ১৯ রান করে বিদায় নেন তিনি।
এরপর ফজলে মাহমুদ রাব্বি এবং ইয়াসির আলী চৌধুরী ভালো একটি জুটি গড়েন। ফিফটির পথেই ছিলেন ইয়াসির। তবে থেমেছেন ফিফটির আগেই। ৫৬ বলে ৪৬ রান করে দলের ১২৫ রানের মাথায় আউট হন ইয়াসির।
সুবিধা করতে পারেননি নুরুল হাসান সোহান। ৮ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। এছাড়া মইন করেছেন ১৩ বলে ৭ রান। টপাটপ উইকেট হারাতেই থাকে ধানমন্ডি। ম্যাচটাও হাতছাড়া হয়ে যেতে থাকে। রাব্বি ফিফটি হাঁকিয়ে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন। তাতে দলের হারের ব্যবধানটাই কমেছে শুধু। আসেনি জয়। ১০৪ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন রাব্বি।
ছন্দে ছিলেন প্রাইম ব্যাংকের বোলাররা।
বাকিদের মধ্যে ২৩ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন জিয়াউর
রহমান। এছাড়া ৩০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে লড়াইয়ের ঝলক দেখিয়েছেন সানজামুল
ইসলাম। তবে সবই বৃথা হয়েছে প্রাইম ব্যাংকের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের
সামনে।
৪৯.৫ ওভার শেষে ২৫৩ রান করে অলআউট হয়ে যায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। প্রাইম ব্যাংক তুলে নেয় ৫৫ রানের সহজ জয়।
প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ এবং আরাফাত সানি। ২ উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন শাহাদাত হোসেন দিপু এবং আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।