'পাকিস্তানের বিপক্ষে মাঠে ফিরছেন থিকশানা'

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2023-10-09T19:13:23+06:00
আপডেট হয়েছে - 2023-10-09T19:13:23+06:00
বিশ্বকাপের আগের দুর্দান্ত ফর্মে ছিলেন মহিশ থিকশানা। কিন্তু খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে। চোট জর্জরিত শ্রীলঙ্কা দলে নতুন চোটের কারণে শিকার হয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কাও হেরেছিল ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে থিকশানার ফেরার আশায় মনোবল বাড়ছে লঙ্কানদের।[এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]
মহিশ থিকশানা
এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় বিপদে ফেলেছিলেন এই থিকশানা। নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি তার সামনে। অবশ্য পিচের সুবিধাও কাজে লাগিয়েছিলেন এই স্পিনার। সে যাইহোক, দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
এমনিতেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থা চামিরা। দলের সেরা দুই বোলারকে হারানোর পর থিকশানা আশা জাগিয়েছিলেন দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার। এশিয়া কাপে তা প্রমাণ করেছেন। বিশ্বকাপেও তার কাঁধে আছে বড় দায়িত্ব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল শ্রীলঙ্কা। যদিও ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। একদমই ভালো করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ৫০ ওভারে প্রোটিয়ারা করেছিল ৪২৮ রান। জবাবে ৩২৬ রানে থেমেছিল শ্রীলঙ্কা। ১০২ রানে হেরেছিল দাসুন শানাকার দল।
প্রথম ম্যাচে বোলারদের এই দুর্দশার পর থিকশানাকে একাদশে ফিরে পেতে মরিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। লঙ্কান সহকারী কোচ নাভিদ নওয়াজ বলেন, "সে এখন সুস্থ হয়ে গেছে। আশা করি, আগামীকাল সে খেলতে পারবে। প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি কিন্তু আগামীকাল সে তৈরি হয়ে যাবে।"
উল্লেখ্য, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। পাকিস্তান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে দুই পয়েন্ট পেয়ে গেছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।