পিএসএলে লিটনদের কোচিং প্যানেলে টেইট
করাচি কিংসের সহকারী ও পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শন টেইট

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2025-04-06T22:26:26+06:00
আপডেট হয়েছে - 2025-04-06T22:28:14+06:00
পাকিস্তান সুপার লিগে(পিএসএল) করাচি কিংসের পেস বোলিং ও সহকারী কোচের দায়িত্ব সামলাবেন শন টেইট। সাবেক এই অস্ট্রেলিয়ান তারকাকে কোচিং প্যানেলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস। এই দলেই খেলবেন বাংলাদেশি তারকা লিটন দাস।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
লিটনদের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন শন টেইট
খেলোয়াড়ের পাশাপাশি কোচ হিসেবে সুনাম রয়েছে শন টেইটের। কাজ করেছেন বিপিএলেও। চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে খেলেছেন ২০১৩ সালে। এরপর সর্বশেষ বিপিএলে দায়িত্ব নেন দলটির কোচ হিসেবে। এছাড়াও অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০২১ সালের আগস্টে পাঁচ মাসের জন্য দায়িত্ব নিলেও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।
তাছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এবং আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। পিএসএলেও কাজ করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৫ সালে অভিষিক্ত হওয়া শন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে শিকার করেছেন ৯৫টি উইকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেওয়ার পর ২০২১ সাল থেকে কোচিংয়ে যুক্ত হন এই সাবেক গতি তারকা।
শুরু হয়েছে আইপিএলের ১৮তম আসর। এখন পর্যন্ত কোন বাংলাদেশি আইপিএলে দল না পেলেও আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলবেন তিন বাংলাদেশি- লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তারকাখচিত করাচি কিংসে খেলবেন লিটন দাস। তারই দলের সহকারী কোচ ও পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন শন টেইট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।