বাংলাদেশের সিরিজ আর মান বাঁচানোর লড়াই

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-23T12:13:02+06:00
আপডেট হয়েছে - 2024-05-23T12:13:39+06:00
সিরিজের আগে বাংলাদেশের হেসেখেলে জয়ের ব্যাপারটা অনুমান করেছিলেন অনেকেই। তবে সেই অনুমানকে সত্যি হতে দেয়নি প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলার দুয়ারে থাকা যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় ম্যাচ এখন বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।
শুধু সিরিজে নিজেদের সম্ভাবনাই নয়, এ যেন মান বাঁচানোর লড়াইও। টেস্ট খেলুড়ে দেশ হয়ে এবং প্রায় ১৮ বছর ধরে আন্তর্জাতিক টি-২০ খেলেও যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা বাংলাদেশের জন্য বিব্রত হওয়ার মতই।
বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে দূর্ভাবনা যেন কাটছেই না। পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে মাত্র ৩৭ রান। ওপেনার লিটন দাস ২ রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি, ফিরে যান ১৫ বলে ১৪ রান করে। ভুগেছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানও।
শেষ সাত ইনিংসে মাত্র ১৩.২৯ গড়ে ৯৩ রান করেছেন লিটন। অধিনায়ক শান্তর ব্যাটও মলিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৩ রান করার পর শান্ত সাত ইনিংসে করেছেন ৮৫ রান। সিরিজের দ্বিতীয় টি-২০ তে লিটনের পরিবর্তে দলে দেখা যেতে পারে তানজীদকে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দুইটি অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি।
তবে সাবলীল ছিলেন তৌহিদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে আউট হওয়া হৃদয় করেন ৪৭ বলে ৫৮ রান।
বোলিংয়ে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও থাকবে স্পিনারদের প্রাধান্য। তবে বিশ্বকাপের আগে বেঞ্চের সবাইকে যাচাই করে নিতে চাইতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে মেহেদী হাসানের বদলে দেখা যেতে পারে বামহাতি স্পিনার তানভীর ইসলামকে।
সিরিজের দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস/তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান/তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গৌস, অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, আলী খান, জশদীপ সিং, নশতুশ কেনজিগে এবং সৌরভ নেত্রভলকর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।