██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার অভিযান

ঈদের দিন দেশবাসীর আনন্দ বাড়িয়ে দেওয়ার সুযোগ শান্তদের।

বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার অভিযান

বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার অভিযান

প্রকাশিত হয়েছে - 2024-06-16T16:30:02+06:00

আপডেট হয়েছে - 2024-06-16T16:30:02+06:00

বিশ্বকাপ আসলেই সমীকরণ নিয়ে তোড়জোড় চলে ভীষণ। কখনও সেই সমীকরণ সেমিফাইনালের, কখনও সুপার এইটের, কখনও আবার অন্য কোনো কিছুর। তবে স্মরণকালের সবচেয়ে সহজ সমীকরণ মাথায় নিয়ে এবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  বাংলাদেশ ক্রিকেট দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দুই জয় তুলে নেওয়া বাংলাদেশের সামনে সুপার এইটের সমীকরণটা ভীষণ সহজ। নিজেদের শেষ গ্রুপ ম্যাচটায় কেবল নেপালকে হারাতে পারলেই চলবে। বাদবাকি ম্যাচে যা খুশি হোক, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু হারাতে হবে নেপালকে, তা ১ রান বা ১ উইকেটের ব্যবধানে হলেও চলবে।

হেরে গেলে চলে আসবে বহু হিসাব-নিকাশ। তবে সেসব হিসাব-নিকাশ আপাতত থাকুক। এতটা সহজ সমীকরণ নিয়ে বাংলাদেশের বিশ্বকাপের কোনো ম্যাচে শেষ কবে খেলতে নেমেছে তা মনে করতে বললে নিশ্চিতভাবে অনেক ভাবতে হবে আপনাকে। এতদিন তো কেবল জটিল সমীকরণ বানিয়েই বাংলাদেশকে খুঁজতে হয়েছে সুপার এইট, দ্বিতীয় রাউন্ড কিংবা সেমিফাইনালের পথ। এবার সুযোগটা তাই যেভাবেই হোক কাজে লাগাতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

 

নেপাল ম্যাচের আগে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ বোলিং ইউনিট। পেস, স্পিন দুই বিভাগই দারুণ করছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের পেস সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ। অন্যদিকে স্পিনে বরাবরের ভরসা সাকিব আল হাসানের সাথে ঘূর্ণি জাদুতে ব্যাটারদের কুপোকাত করছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচে ৭ উইকেট তুলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী এখনও পর্যন্ত রিশাদই।

  নেপালের সাথে জিতলেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার এইট। 

নেপাল ম্যাচে তিন পেসারের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হতেও পারে শরিফুল ইসলামকে। সুপার এইটের জন্য পেসারদের তরতাজা রাখার পাশাপাশি চোট থেকে সেরে উঠা শরিফুলকে বাজিয়ে দেখা যাবে ম্যাচ খেলিয়ে। তবে চোট থেকে মাত্র সেরে উঠা শরিফুলকে নিয়ে ঝুঁকি না নিতেও পারে টিম ম্যানেজমেন্ট। স্পিনে রিশাদের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী হাসান। মেহেদী একাদশে এলে বাইরে চলে যেতে হতে পারে জাকের আলী অনিককে। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের খেলার সুযোগও রয়েছে, তবে কিছুটা এগিয়ে আছেন মেহেদী।

 

বোলিং ইউনিট যদি স্বস্তির জায়গা হয় তার উল্টো দশা ব্যাটিংয়ে। বিশ্বকাপে বাংলাদেশ ২ ম্যাচ জিতলেও ব্যাটাররা দাপট দেখাতে পেরেছেন খুব কমই, বিশেষ করে মোটাদাগে ব্যর্থ টাইগার টপ অর্ডার। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদরা বিপদের সময় দলের হাল ধরেছেন। সর্বশেষ ম্যাচে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ফিরে আসার বার্তা দিয়ে রেখেছেন সাকিব আল হাসান।


তবে এখনও ব্যাটে রান নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম নেদারল্যান্ডস ম্যাচে ভালো একটি ইনিংস খেলেছেন বটে, তবে ধারাবাহিকভাবে ওপেনিং থেকে রান আসছে না তেমন। তিনে খেলা লিটন দাসও শ্রীলঙ্কা ম্যাচে রান করার পর ব্যর্থ হয়েছেন পরের দুই ম্যাচে। নেপালের বিপক্ষে জ্বলে উঠার সুযোগ পাচ্ছেন শান্ত-লিটন। রান পেলে সুপার এইটের আগে ফিরে পাবেন হারানো আত্মবিশ্বাসও।

সুপার এইটে এক পা দিয়ে ফেলেছে বাংলাদেশ। 

তবে পারিপার্শ্বিক অবস্থা এবার বাংলাদেশের পক্ষে। বিশ্বকাপের প্রথম পর্বের কোনো ম্যাচ, যেখানে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ, সেখানে সবশেষ কবে এতটা ভালো অবস্থানে থেকে মাঠে নামতে পেরেছে বাংলাদেশ তা নিয়ে বহু গবেষণা করা যাবে। বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ক্ষতও অনেকটাই শুকিয়ে গেছে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে। নেপালকে হারাতে পারলে সাফল্যের ষোলকলা পূর্ণ হবে, নিশ্চিত হবে সুপার এইটও।


বাংলাদেশ দলের জন্য বিষয়টা হবে অনেকটা মরুভূমির মাঝে শান্তির বৃষ্টির মত। দলের সমর্থকরাও নিশ্চিতভাবে অপেক্ষায় আছেন ঐতিহাসিক এই জয়ের, তাও আবার ঈদের দিনে। দেশবাসীর ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ এবার শান্তদের হাতে, সুযোগটা এবার হাতছাড়া না করলেই হয়।  


দুই দলের সম্ভাব্য একাদশ : 

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক/শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান। 

নেপাল : কুশল ভুরটেল, আসিফ শেখ, রোহিত পাউদেল , আনিল সাহ, দীপেন্দ্র সিং আইরে, কুশল মালা, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দ্বীপ লামিচানে, অভিনাশ বোহারা। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.