██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিতর্কিত আম্পায়ারিংয়ের দিনে রিয়াদের নর্থ জোনের কাছে হারল তামিমের ইস্ট জোন

আম্পায়ারের সিদ্ধান্তে যে নাখোশ ছিলেন সেটি স্পষ্ট ছিল তামিমের চেহারায়।

বিতর্কিত আম্পায়ারিংয়ের দিনে রিয়াদের নর্থ জোনের কাছে হারল তামিমের ইস্ট জোন

প্রকাশিত হয়েছে - 2022-11-22T17:24:57+06:00

আপডেট হয়েছে - 2022-11-22T17:24:57+06:00

১০তম বিসিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে বিসিবি নর্থ জোন। মাহমুদউল্লাহর দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন শামীম হোসেন।

তামিম-ইকবাল-বিসিএল

এবারের বিসিএলে ব্যাটাররা যেন রানের জন্য ধুঁকছেন। বিশেষ করে শুরুতে যারাই ব্যাটিং করছেন, তাঁরাই ধীর গতির ইনিংস খেলছেন। আজও নিজের প্রথম রান পেতে ১৬ বল মোকাবিলা করেছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক মুশফিকুর রহিম

অন্যদিকে ৫০ ওভারের ম্যাচে মাহমুদুল হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন তিনি টেস্টের প্রস্তুতি সারছেন। নর্থ জোনের বোলাররা যেভাবে ইস্ট জোনের ব্যাটারদের আটকে রাখতে পেরেছিলেন সেই কারণে শেষ হাসিটা যেন তাঁরাই হেসেছেন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

নর্থ জোনের কাছে ৬১ রানে হেরেছে ইস্ট জোন। অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল টানা দ্বিতীয় ম্যাচ জিততে চলেছে ইস্ট জোন। আগে ব্যাট করে ফজলে রাব্বির ৯০ ও সাইফউদ্দিনের ৪৪ রানে ভর করে স্কোরবোর্ডে ২১৬ রান তোলে বিসিবি নর্থ জোন। এই ম্যাচ দিয়ে ফিরেছেন লিটন।

তবে ব্যর্থ হয়েছেন তিনি। ১১ বল মোকাবিলা করে, করেছেন ৪ রান। অন্যদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ। উইকেটের যে কন্ডিশন তাঁতে এই পুঁজি ভালোই বলা যায়।

ইস্ট জোনের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে বিতর্ক নিয়ে। দ্বিতীয় ওভার রিপন মন্ডলের তৃতীয় বলটি হালকা বাউন্স খেয়ে তামিমের কাঁধে লাগে। সেই বলটি যায় উইকেটকিপার আকবরের হাতে। বোলার আবেদন করলে সেই ডাকে সাড়া দেন আম্পায়ার। তবে তাৎক্ষণিক তামিমের অঙ্গভঙ্গি বলে দেয় কতটা অখুশি ছিলেন নিজের আউট নিয়ে।

ইমরুলও রান পেলেন না। তারপর মুশফিক রান পেতে একটু সময় নিলেন। তবে তাঁর ধীরগতির ১৯ বলের এক রানের ইনিংসটি খুব দ্রুতই শেষ হয়। ১৬ রানে তিন উইকেট পড়লে বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। আফিফ ও মাহমুদুল হাসান জয় মিলে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জয় ধীর গতির ব্যাটিংই করেন।

দলীয় ৬০ রানে ব্যক্তিগত ২৬ রান করে আউট হন আফিফ। এরপর ইয়াসিরের সঙ্গে ৫৬ রানের জুটি বাঁধেন জয়। জয়ের ধীর গতির ইনিংস থামে দলীয় ১১৬ রানে। শামীমের ওভারে ১০০ বলে ৪৭ রান করে আউট হন জয়।

ইয়াসিরও বিদায় নেন দলীয় ১৪০ রানে। তারপরেই আশা শেষ হয়ে যায় ইস্ট জোনের। শেখ মেহেদী একটু চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। ফলে ১৫৫ রানেই থামতে হয় ইসলামী ব্যাংক ইস্ট জোনকে।

শামীমের তিন উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন রিপন ও শফিকুল এবং একটি করে উইকেট পান সাইফউদ্দিন ও রাকিবুল।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.