SCORE

সর্বশেষ

বিমান দুর্ঘটনায় সমর্থকদের শোক

নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন।

বিমান দুর্ঘটনায় সমর্থকদের শোক

চলমান নিদাহাস ট্রফিতে টাইগারদের সমর্থন জানাতে সমর্থকদের এই জনপ্রিয় সংগঠনের একটি দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। সেই দলের সদস্যদের উপস্থিতি ছিল যথারীতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচেও। ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা সদস্যরা একটি ব্যানার প্রদর্শন করেন, যেখানে নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা ও নিহতদের প্রতি শোক জানানো হয়।

Also Read - ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

সংগঠনের সভাপতি জুনায়েদ পাইকার জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যানার হাতে থাকা সংগঠনটির সদস্যরা বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশের অংশ হিসেবে এদিন কালো ব্যাজ পরে মাঠে নামেন ক্রিকেটাররা। যথারীতি সমর্থকদের গায়েও ছিল শোকের প্রতীক কালো ব্যাজ।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। অনাকাঙ্ক্ষিত ঐ ঘটনায় মৃত্যুবরণ করেন উড়োজাহাজটির ৫১ জন আরোহী।

সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঐ উড়োজাহাজের ফ্লাইটে ছিলেন ৬৭ জন যাত্রী এবং পাইলট সহ ৪ জন ক্রু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান্দনবর থেকে উড্ডয়নের পর গন্তব্যস্থল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে অপেক্ষা ছিল শুধু অবতরণের। তবে তখনই বিমানটি বিধ্বস্ত হলে আগুন ধরে যায় এবং মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। আরোহীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক ছিলেন। নেপালের নাগরিকদের কয়েকজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এর আগে আরও কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটলেও হতাহতের সংখ্যা এবারের মতো ছিল না কখনই। আকস্মিক এই দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন মাস্টারে শানিত হবেন মুস্তাফিজ

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’