██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাটিংয়ের ঘাটতি পোষাতে বোলার কমাচ্ছে বাংলাদেশ

ব্যাটিংয়ের ঘাটতি পোষাতে বোলার কমাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2024-10-29T19:13:30+06:00

আপডেট হয়েছে - 2024-10-29T19:13:30+06:00

কথায় আছে, নগর পুড়লে দেবালয় এড়ায় না। অন্য দুই ফরম্যাটের মতো টেস্ট ক্রিকেটেও ইদানীং ভালো করছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসছে না বললেই চলে। এর কারণ ব্যাটিংয়ের ব্যর্থতা। বিষয়টি এতই দুশ্চিন্তার হয়ে উঠেছে যে, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চাপ বাড়ছে বোলারদের ওপর।

খোলাসা করেই বলা যাক। সীমিত ওভারের ক্রিকেটে ৫ বোলার ব্যবহার বাধ্যতামূলক হলেও টেস্টে এমন বাঁধাধরা নিয়ম নেই। বাংলাদেশের একাদশ সাজানো হচ্ছে ৪ বোলার দিয়ে। ঢাকা টেস্টের পর একই চিত্র চট্টগ্রাম টেস্টেও। এতে প্রতিপক্ষ দল যখন চেপে বসছে, তখন ৪ বোলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে হচ্ছে অধিনায়ককে। কমছে বোলিং ইউনিটের বৈচিত্র্যও। বাধ্য হয়ে নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন মুমিনুল হকের হাতে।

সমসাময়িক টেস্টগুলোতে অন্য দলগুলোর কী অবস্থা? সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড পুনে টেস্টে দুই দলের একাদশেই বোলার ছিলেন জন করে, স্পেশালিস্ট বোলারের সাথে অলরাউন্ডার মিলে সংখ্যাটা অনায়াসে হয়েছে ৫। স্পিন ট্র্যাকে ভর করে ব্যর্থতা কাটিয়ে উঠতে পাকিস্তানের স্পিনে নির্ভর রাওয়ালপিন্ডি টেস্টের কৌশল আড়ালেই থাক। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দুই দলের হাতেই ছিল পাঁচের অধিক বোলিং অপশন। সেখানে বাংলাদেশের একাদশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মিলিয়েও সংখ্যাটা চার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

এবার জানা গেল আসল কারণ। ব্যাটিং ইউনিট যেভাবে ব্যর্থ হচ্ছে, তাতে মান বাঁচাতে বাংলাদেশকে খেলাতে হচ্ছে এক্সট্রা ব্যাটার। তাতে বোলারের সংখ্যা কমছে। সাকিব আল হাসান অবসর নেওয়ায় ভারসাম্য আর কম্বিনেশন একটু তো গড়বড় হয়েছেই। তবে মূল কারণ এটাই, ব্যাটিং ইউনিট ভালো করতে এত ব্যর্থ যে, একাদশ সাজানো হচ্ছে ৮ ব্যাটার নিয়ে, তাতেও যদি একটু ভালো করা যায়! আর এর ফলে ৪ বোলারের বেশি রাখা যাচ্ছে না একাদশে।

হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়ে চট্টগ্রাম টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পঞ্চম বা ফিফথ বোলার প্রসঙ্গ আসতেই আকারে-ইঙ্গিতে প্রধান কোচ ফিল সিমন্স যা বললেন, তাতে ফুটে উঠল দলের অসহায়ত্ব।

সিমন্স বলেন, 'ফিফথ বোলার নিয়ে ভাবনা ছিল। আমরা যেভাবে ব্যাট করছি, মাঝে মাঝে অন্য সমীকরণ মেলাতে হয়। টেস্ট জিততে হবে- এটাই প্রথম লক্ষ্য। এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সেই সমীকরণ মেলাতে গিয়ে এমন একাদশ। আমি সব কিছু বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।'

ঢাকায় এক পেসার নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ এবার সুযোগ দিয়েছে নাহিদ রানাকে। পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখা তরুণ এই পেসারকে মনে ধরেছে সিমন্সের। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন উইকেট না পেলেও বল হাতে ছিলেন নিয়ন্ত্রিত।

তিনি জানান, 'ওকে পাকিস্তানেই দেখেছি। আমি অবশ্যই ওকে দেখে খুশি। ১৪০-১৪৫ কিমি বেগে বলেকয়ে বল করতে পারবেন না। তাকে দেখে ভালো লাগছে। সে যেন দ্রুত এবং সঠিক জায়গায় বল করতে পারে সেদিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় স্পেলে সেভাবে করতে পারেনি। তবে তাকে দেখে আমি মুগ্ধ।'

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.