
ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-09T15:39:40+06:00
আপডেট হয়েছে - 2024-11-09T15:39:40+06:00
আফগানিস্তান-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটে পড়া মুশফিকুর রহিমের বদলে খেলছেন জাকের আলী অনিক। ওয়ানডেতে জাকেরের অভিষেক ম্যাচ এটি। এছাড়া রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদকে একাদশে এনেছে টাইগাররা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টসে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ।
২৩৫ রানের লক্ষ্যে ভালোভাবে এগোতে থাকা ম্যাচে হুট করেই ব্যাটিং ধস নামে টাইগারদের
ইনিংসে। টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচটা ৯২ রানে
জিতে নেয় আফগানিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। সিরিজ বাঁচাতে হলে
তাই এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
অন্যদিকে আফগানিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার পর সিরিজে এগিয়ে আছে ইতোমধ্যে। এই ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলবে সিরিজ জয়।
একনজরে দুই দলের একাদশ :
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম ঘাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোটে, ফজলহক ফারুকী।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।