
ব্যাটে-বলে উজ্জ্বল মিরাজ, মোহামেডানের দাপুটে জয়
প্রকাশিত হয়েছে - 2025-03-15T17:58:22+06:00
আপডেট হয়েছে - 2025-03-15T17:58:22+06:00
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯৪ রানের বিশাল জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাটে-বলে উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের মেহেদী হাসান মিরাজ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সহজেই জিতেছে মোহামেডান।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে
জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০
ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রানের পুঁজি দাঁড় করায় মোহামেডান। দলের হয়ে
একমাত্র ফিফটি হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। ৭৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন হৃদয়। এছাড়া
২৫ বলে ২৮ রান করেছেন তামিম ইকবাল। রনি তালুকদার খেলেন ৩৯ বলে ৩৬ রানের ইনিংস।
মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৬৭ বলে ৪২ রানের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ২৬ বলে
করেছেন ২৫ রান। শেষ দিকে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।
জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। মাত্র ৫৭ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট। ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না কেউ। অনেক লড়াই চালিয়ে ৪৬ বলে ২৫ রান করেন জাকের আলী অনিক। শেষ দিকে ৪৯ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন শেখ মেহেদী হাসান। ৭ বলে ১৪ রান করেন শরিফুল। ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। মোহামেডান তুলে নেয় ৯৪ রানের বড় জয়।
মোহামেডানের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।