ব্রুক-লিভিংস্টোন ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

Azmal Tanjim ShakirEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-28T03:56:07+06:00
আপডেট হয়েছে - 2024-09-29T18:29:24+06:00
পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটে-বলে ইংলিশদের কাছে পাত্তাই পায়নি অজিরা। হ্যারি ব্রুক আর লিয়াম লিভিংস্টোনের তাণ্ডবের দিনে ১৮৬ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে টিকে রইল তারা।
৮৭ রানের ইনিংস খেলেন ব্রুক
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। দুই দলের ইনিংস থেকে কেটে নেওয়া হয় ১১ ওভার করে।
৩৯ ওভারের ইনিংসে শুরুটা দেখেশুনেই করেন দুই ইংলিশ ওপেনার। পাওয়ারপ্লের ৮ ওভারে দুজন মিলে করেন ৩৫ রান। ফিল সল্টকে ফিরিয়ে ৪৮ রানের ওপেনিং জুটি ভাঙেন জশ হ্যাজলউড। ২৭ বলে ২২ রান করে পয়েন্টে ক্যাচ দেন সল্ট। থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি উইল জ্যাকস। ১০ রান করে জ্যাকস হন মার্শের শিকার। সল্টের মতো জ্যাকসের ক্যাচও লুফে নেন মার্নাস লাবুশানে।
৭১ রানে ইংল্যান্ড দুই উইকেট হারানোর পর বেন ডাকেটকে সাথে নিয়ে ৭৯ রান যোগ করেন হ্যারি ব্রুক। দুজনেই তুলে নেন ফিফটি। তবে অধিনায়ক ব্রুক ছিলেন বেশ আক্রমণাত্মক। ৩৭ বলেই অর্ধশতক ছুঁয়ে ফেলেন ব্রুক। ৬২ বলে ৬৩ রানের ইনিংস খেলে জাম্পার বলে আউট হন ডাকেট।
এরপর ব্রুককে সঙ্গ দেন জেমি স্মিথ। ১৩ রানের জন্য শতক বঞ্চিত হন ব্রুক। ১১ চার আর ১ ছক্কায় সাজানো ৫৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন ব্রুক। স্মিথ করেন ২৮ বলে ৩৯ রান।
ব্যাট হাতে টর্নেডো চালান লিয়াম লিভিংস্টোন। অজি বোলারদের শাসন করে লিভিংস্টোন করেন ২৭ বলে ৬২ রান। সেই ইনিংসে ছিল ৩ চার আর ৭ ছক্কা। মিচেল স্টার্কের করা শেষ ওভারে ৪ ছক্কা আর ১ চারে ২৮ রান তুলেন লিভিংস্টোন। ওয়ানডে ইতিহাসে এটাই কোনো অস্ট্রেলিয়ার বোলারের করা সবচেয়ে খরুচে ওভার। ৫ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে ইংল্যান্ড।
৩১৩ রানের টার্গেটে সূচনাটা ভালো করেই অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড আর মিচেল মার্শ ওপেনিংয়ে নেমে ৬৮ রানের জুটি গড়েন। ইনিংসের সপ্তম ওভারেই পঞ্চাশ রান পার করে অস্ট্রেলিয়া।
হেডকে বোল্ড করেন ব্রাইডন কার্স। হেড বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার।শেষ ৯ উইকেটে অজিরা যোগ করে মাত্র ৫৮ রান। হেডের বিদায়ের পর এ আসা-যাওয়ার মিছিল শুরু হয় স্টিভ স্মিথকে দিয়ে। ৬ বলে ৫ রান করে স্মিথ ম্যাথু পটসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন স্মিথ। এরপর দারুণ ডেলিভারিতে মার্শকে পরাস্ত করেন জোফরা আর্চার। ২৮ রান করে বোল্ড হন মার্শ।
দুই ওপেনারের পর অ্যালেক্স ক্যারি আর শন অ্যাবোটে ছাড়া কেউ যেতে পারেননি দুই অঙ্কে। মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় অজিরা। ১৮৬ রানের বিশাল জয় পেয়ে সিরিজে টিকে থাকে স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন পেসার ম্যাথু পটস। এছাড়া কার্স তার ঝুলিতে নেন ৩ উইকেট ও আর্চার নেন জোড়া উইকেট। ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ইংলিশ অধিনায়ক ব্রুক।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩১২/৫, ৩৯ ওভার
ব্রুক ৮৭, লিভিংস্টোন ৬৭, ডাকেট ৬৩
জাম্পা ২/৬৬, হ্যাজলউড ১/৪০, মার্শ ১/২৭
অস্ট্রেলিয়া ১২৬/১০, ২৪.৪ ওভার
হেড ৩৪, মার্শ ২৮, ক্যারি ১৩
পটস ৪/৩৮, কার্স ৩/৩৬, আর্চার ২/৩৩
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।