মানকাডিংয়ের ঘটনার জন্য লিটনকে সোধির ধন্যবাদ
হাসান মানকাড করলেও পরে সোধিকে ফিরিয়ে আনেন লিটন।

মানকাডিংয়ের ঘটনার জন্য লিটনকে সোধির ধন্যবাদ
প্রকাশিত হয়েছে - 2023-09-24T00:16:12+06:00
আপডেট হয়েছে - 2023-09-24T00:16:12+06:00
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের ফলে শেষ হয়ে গেছে টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন। শেষ ম্যাচে জিতলে সর্বোচ্চ সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ।
মানকাডিংয়ের পর ফিরে এসে হাসানকে জড়িয়ে ধরেন সোধি।
ম্যাচ আগে ব্যাট করে ২৫৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসে ঘটে বেশ মজার এক ঘটনা। ৪৬তম ওভারের চতুর্থ বলটি ছোঁড়ার সময় বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার ইশ সোধিকে মানকাড করে দেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন সোধি। কিন্তু দলের অধিনায়ক লিটন দাস স্পোর্টসম্যানশিপের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সোধিকে আবারও ব্যাটিংয়ে ফিরিয়ে আনেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন সোধি, খেলেন ৩৯ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস। পরে বোলিংয়ে নেমে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাংলাদেশকে।
ম্যাচ শেষে মানকাডিংয়ের সেই ঘটনার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন সোধি। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন লিটনকে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোধি বলেন, ‘দারুণ দিন ছিল। ঐতিহাসিকভাবে আমরা এখানে ততটা ভালো করিনি। লিটন আমাকে ফিরিয়ে এনেছিল। লিটনকে ধন্যবাদ, নাইস জেশচার। আমরা ভেবেছিলাম দিনের শেষ ভাগে বল হয়ত টার্ন করবে। এমনকি (রাচিন) রবীন্দ্র এবং (কোল) ম্যাককঞ্চিও শেষ দিকে টার্ন পেয়েছে। তবে প্রতিদিন এমনটা হবে না। এটি খেলার জন্য এবং ম্যাচ জেতার জন্য বেশ কঠিন একটি জায়গা।’
পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও মানকাডের ঘটনায় নিজেকে ভাগ্যবান বলেছেন সোধি, ‘আসলে আমরা সবাই প্রতিদ্বন্দ্বী। আপনি এখানে এসেছেন প্রতিদ্বন্দ্বিতা করে নিজের দেশকে জেতানোর জন্য। মাঝে মাঝে অনেক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। আমি অল্পের জন্য আউট হয়ে গিয়েছিলাম। আগের দিনে এসবক্ষেত্রে ব্যাটারকে কিছুটা সতর্ক করে দেওয়া হত। তবে এখন নিয়ম সেরকম নেই, আমি তা জানি। বাংলাদেশের পক্ষ থেকে এটি দারুণ জেশচার ছিল। তারা (বাংলাদেশ) বিষয়টি দারুণভাবে হ্যান্ডেল করেছে। আমি বেশ ভাগ্যবান ছিলাম যে তারা আমাকে ফিরিয়ে এনেছিল। আমি বোলার হলে এরকম পরিস্থিতিতে একই কাজটা করতাম।’
শেষ হাসিটা হেসেছে নিউজিল্যান্ডই।
মানকাড করে আবার ফিরিয়ে আনার ঘটনায় অবাক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোধি বলেন, ‘অতটা না আসলে। আমি খুব একটা ভালো ব্যাটার নই (হাসি)। ফলে এটা ভালো জেশচার ছিল বলে আমি মনে করি। পরবর্তীতে এমন কোনো পরিস্থিতিতে আমি বোলার হলে এমন কিছুই করব। নিউজিল্যান্ডে অনেক দারুণ অধিনায়কদের অধীনে খেলেছি। আমি মনে করি তারাও এই কাজটি করতেন। লিটন দাস পরিস্থিতিটি যেভাবে সামাল দিয়েছে তা দুর্দান্ত ছিল। ক্রিকেটের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী। তাই বোলারের সাথে পরে হাত মিলিয়েছি। আমরা নিজেদের দেশকে জেতানোর ব্যাপারে প্রতিদ্বন্দ্বী। তবে ক্রিকেটের জন্য এমন ঘটনা দারুণ।’
মানকাডের ব্যাপারে সোধি আরও বলেন, ‘এটা খেলারই অংশ। কিছুটা বিতর্কিত হয়ত। হয়তবা আমি আউট হয়ে চলে যেতাম। কিন্তু তারা (বাংলাদেশ) এখানে স্পোর্টসম্যানশিপের দারুণ একটি উদাহরণ সৃষ্টি করেছে। খেলার স্পিরিট জিইয়ে রাখার জন্য বিষয়টি দারুণ।’
মানকাডের আউট হোক আর নাই হোক দিনশেষে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড, এটাই শেষ কথা। আপাতত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আগামী ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।