
যে কারণে দলে ডাকা হয়েছে আলিসকে
প্রকাশিত হয়েছে - 2024-02-28T18:06:37+06:00
আপডেট হয়েছে - 2024-02-28T18:06:37+06:00
শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডের সবচেয়ে বড় চমক আলিস আল ইসলাম। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঝলক দেখানো আলিস এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। তাকে কিছুটা দ্রুতই দলে ডাকা হয়েছে বলে ধারণা অনেকেরই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আলিস আল ইসলাম।
শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। ২৯ ফেব্রুয়ারি মেয়াদ শেষে দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন নান্নু। একইসাথে নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হবে হাবিবুল বাশার সুমনেরও। এক দিন আগে (২৮ ফেব্রুয়ারি)। আলিসকে দলে ডাকার ব্যাখ্যা দিলেন নান্নু।
বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নান্নু বলেন, ‘আলিস একটু ভিন্ন ধরনের বল করে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। যেহেতু সিস্টেমের বাইরের প্লেয়ার। সামনে (টি-টোয়েন্টি) বিশ্বকাপ আছে। ভিন্ন ধরনের বোলারও দরকার আছে। আমরাও চাই একটু ম্যানেজমেন্টের অধীনে আসুক। এরপর ম্যানেজমেন্ট বিবেচনা করবে সে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত কিনা। এখন যে দল আছে খুবই চ্যালেঞ্জিং দল। আশা করছি শ্রীলঙ্কার সাথে ভালো সিরিজ দেখতে পারব।’
হোম সিরিজ হওয়ার পরেও বেশ আগেই দেওয়া হয়েছে স্কোয়াড। এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘একটা টুর্নামেন্ট দেখে তো আপনি দল নির্বাচন করবেন না। আমাদের কোন প্লেয়ার জাতীয় দলে খেলবে আগে থেকেই সেটাপ করা থাকে এদিকে। কেউ খুবই ভালো পারফর্ম করলে আমাদের নজরে আসবে। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট একই না। এটা সবাইকে মানতে হবে। আন্তর্জাতিকে কে কত ভালো করবে তা মেনেই দল করা (হয়)।’
১ মার্চ বিপিএলের ফাইনাল। ৪ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।