██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রাজসিক জয়ে সিরিজ শ্রীলঙ্কার

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ লঙ্কানদের।

রাজসিক জয়ে সিরিজ শ্রীলঙ্কার

রাজসিক জয়ে সিরিজ শ্রীলঙ্কার

প্রকাশিত হয়েছে - 2024-02-20T00:16:15+06:00

আপডেট হয়েছে - 2024-02-20T00:16:15+06:00

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল শ্রীলঙ্কাআফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭২ রানের রাজকীয় জয় পেয়েছে লঙ্কানরা। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ছবি : গেটি ইমেজস

রাঙ্গিরি ডাবুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হয়েছিলেন দুজন। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে দ্রুত রান উঠতে থাকে শ্রীলঙ্কার বোর্ডে। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৫। ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন নিসাঙ্কা।

সঙ্গীকে হারিয়ে বেকায়দায় পড়েছেন কুশলও। পরের ওভারে দলের ৪৯ রানের মাথায় ১৪ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লে থেকে ২ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে শ্রীলঙ্কা।

 

এরপর দলের হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ক্রিজে জমে যান তিনি। তাকে শুরুর দিকে সঙ্গ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। তবে বেশিক্ষণ টেকেননি ধনঞ্জয়া। ১৪ বলে ১৪ রান করে দলীয় ৮৬ রানের মাথায় বিদায় নেন তিনি।


এরপর কিছুক্ষণ সামারাবিক্রমার সাথে তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন হাসারাঙ্গা। সামারাবিক্রমা অটল ছিলেন ক্রিজে। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে ছুটছিলেন ফিফটির দিকে। শেষ দিকে তার সাথে যোগ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মারমুখি ব্যাটিংয়ে রকেটের গতিতে রান তুলতে থাকেন ম্যাথিউস।

 ব্যাটে ঝড় তুলেছিলেন ম্যাথিউস। ছবি : গেটি ইমেজস 

শেষ দিকে ম্যাথিউস-সামারাবিক্রমার তাণ্ডবেই এগিয়েছে শ্রীলঙ্কার ইনিংস। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ২০০ রানের খুব কাছে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলেন ফিফটি হাঁকানো সামারাবিক্রমা। অন্যদিকে ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন ম্যাথিউস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে শ্রীলঙ্কা।

 

আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবী। এছাড়া ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকী এবং নাভিন-উল-হক।

 আফগান বোলারদের আনন্দ টেকেনি বেশিক্ষণ। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম ওভারেই ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়ে বসে থাকে তারা। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন ইবরাহিম জাদরান এবং রহমানউল্লাহ গুরবাজ। তবে দুজনের কেউই বেশিক্ষণ টেকেননি ক্রিজে। ইবরাহিম খেলেন ৭ বলে ১০ রানের ইনিংস। গুরবাজ আউট হয়েছেন ৮ বলে ১৩ রান করে।

 

পাওয়ারপ্লের মধ্যে আরও ২টি উইকেট হারিয়েছে আফগানিস্তান। সাজঘরে ফিরেছেন গুলবাদিন নাইব এবং আজমতউল্লাহ ওমরজাই। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।


এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন করিম জানাত এবং মোহাম্মদ নবী। দুজনের প্রতিরোধে সাময়িকভাবে থেমেছে আফগানদের উইকেটের পতন। তবে মেলেনি স্থায়ী সমাধান। দুজনের জুটিতে রান এসেছে ৩৯। ১৭ বলে ২৭ রান করে দলের ৭০ রানের মাথায় সাজঘরে ফিরেছেন নবী।

 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ছবি : গেটি ইমেজস

এরপর জানাতের সাথে লড়াই চালিয়ে গেছেন নাজিবউল্লাহ জাদরান। তবে তারাও টেকেননি বেশিক্ষণ। দলের ১০১ রানের মাথায় ২৩ বলে ২৮ রান করে বিদায় নেন জানাত। বাকিরাও যোগ দিয়েছেন আসা-যাওয়ার মিছিলে। টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানের মাথায় অলআউট হয়ে ৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে আফগানিস্তান। 


শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাথিশা পাথিরানা। এছাড়া ১টি করে উইকেট তোলেন মাহিশ থিকশানা এবং দাসুন শানাকা। 


এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ জয়। 

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.