শান্তকে 'রক্ষা করতে' গিয়েছিলেন হাসান

প্রকাশিত হয়েছে - 2024-10-31T00:00:54+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T00:00:54+06:00
আরও একবার নাইটওয়াচম্যানের ভূমিকায় হাসান মাহমুদ। তবে এবারো ব্যর্থ। ২৯ রানে ৩ উইকেটের পতনের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে না পাঠিয়ে ক্রিজে পাঠানো হয়েছিল এই পেসারকে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৭ বলে ৩ রান করে তিনিও ধরেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসানের পথ।
মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে 'রক্ষার' জন্যই ক্রিজে পাঠানো হয়েছিল হাসানকে। দিনের শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো বিষয়টি স্বীকার করেন স্পিন কোচ মুশতাক আহমেদ।
মুশতাক বলেন, 'আমি নিশ্চিত না, তবে এটাই তো হওয়ার কথা। আপনি নাইটওয়াচম্যান তো মূল ব্যাটারকে বাঁচানোর জন্যই পাঠাবেন। একটা ভালো পার্টনারশিপ হলেই অনেক রান সম্ভব। এ কারণেই আমাদের মূল ব্যাটারদের রক্ষা করতে হয়।'
শেষমেশ অবশ্য ক্রিজে নামতেই হয় শান্তকে। ৬ বল মোকাবেলা করে দেখেশুনে দিন পারও করেন মুমিনুল হককে নিয়ে। তবে ব্যাটিং বান্ধব পিচে ৩২ রানে ৪ উইকেট হারানো মেনে নিতে পারছেন না কেউ। প্রোতিয়ারা ১৪৪.২ ওভার টাইগারদের খাটানোর কারণেই এমন বিপর্যয় কিনা, জানতে চাইলে মুশতাক বলেন, 'একটু ক্লান্ত হতেই পারে, তবে এটা হওয়া উচিৎ নয়।'
বাংলাদেশ এদিনও ব্যর্থ হয়েছে প্রোটিয়াদের অলআউট করতে। ৪২৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরও উইয়ান মাল্ডার ও সেনুরান মুথুসামির কাউকেই আউট করা যায়নি। বিষয়টি মেনে নেওয়া কঠিন মুশতাকের কাছেও।
'আমাদের এদিকে মনোযোগ দিতে হবে। এ নিয়ে তিন সিরিজে এমন হচ্ছে। তাইজুল ভালো বল করেছে। তার ভ্যারিয়েশনের বিপক্ষে ওরাও ভালো খেলেছে। আপনারা জানেন এটা ফ্ল্যাট পিচ। লোয়ার অর্ডারের বিপক্ষে বল করার ব্যাপারটায় যত দ্রুত সম্ভব উন্নতি করতে হবে। তাইজুল দুর্দান্ত বল করেছে। স্পিন বোলিং কোচ হিসেবে আমি খুশি। মিরাজ আরও ভালো করতে পারত, ধারাবাহিকতা ছিল না। তাইজুল দারুণ, এজন্য উইকেটও পেয়েছে এমন ফ্ল্যাট পিচে। এমন কন্ডিশনে সুযোগ কাজে লাগাতে হয়। আমরা শুরুতেই সুযোগ হাতছাড়া করেছি। কাল ভালো ব্যাট করে ঘুরে দাঁড়াতে হবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।