শান্তর সাথে ক্যালিসের তুলনা করলেন ডমিঙ্গো
অভিষেকের পর থেকে এখনও ধারাবাহিকভাবে ভালো করতে পারেননি একবারও। তবুও বিস্ময়করভাবে শান্তর ওপর অগাধ আস্থা টিম ম্যানেজমেন্টের।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-12-06T16:04:38+06:00
আপডেট হয়েছে - 2022-12-06T16:05:55+06:00
ফর্ম দিয়ে সন্তুষ্টি জাগাতে না পারলেও নাজমুল হোসেন শান্ত সবসময় পাশে পেয়েছেন টিম ম্যানেজমেন্টকে। অভিষেকের পর থেকে এখনও ধারাবাহিকভাবে ভালো করতে পারেননি একবারও। তবুও বিস্ময়করভাবে শান্তর ওপর অগাধ আস্থা টিম ম্যানেজমেন্টের।
যার ফলে এখন তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটন দাসের ওপেনিং সঙ্গী ছিলেন শান্ত। অথচ আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়ে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে।
তবে দ্বিতীয় ওয়ানডের আগে শান্তকে আগলে রাখলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার আস্থা ভরসা রাখতে গিয়ে প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের সাথে তুলনাও করলেন কোচ।
ডমিঙ্গো বলেন, 'আমি ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন খুব পছন্দ করি। সাদা বলের ক্রিকেটে এখনও সে পথ খুঁজে বেড়াচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্ত দুটি ফিফটি করেছিল। প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল ১২। সে-ও কিন্তু সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছিল।'
শান্ত যে ১২টি ওয়ানডে খেলেছেন তা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন কন্ডিশনে হওয়ায় নিজেকে আশানুরূপভাবে মেলে ধরতে পারেননি, মনে করেন ডমিঙ্গো। তিনি জানান, 'শান্তকে আরও ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। তবে সে কিন্তু খেলেছে কঠিন কঠিন সব উইকেটে। কিছু খেলোয়াড়কে নিয়ে তো আপনার ধৈর্য ধরা চাই। ১২ ওয়ানডে তো সংখ্যায় খুব বেশি নয়। কঠিন কন্ডিশনে কঠিন সব দলের বিপক্ষে তাকে খেলতে হচ্ছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।