██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শেষ ওয়ানডেতে নেই শান্ত, নেতৃত্বে মিরাজ

শেষ ওয়ানডেতে নেই শান্ত, নেতৃত্বে মিরাজ

প্রকাশিত হয়েছে - 2024-11-11T11:41:30+06:00

আপডেট হয়েছে - 2024-11-11T11:41:30+06:00

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টাইগাররা যখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে, তখন এলো আগের ম্যাচের জয়ের নায়ককে হারানোর দুঃসংবাদ। মুশফিকুর রহিমের পর আর এক অভিজ্ঞ সেনানীকে হারাল বাংলাদেশ। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তাই সমতা ফেরানোর ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচকে ছাড়াই সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

 

অবশ্য শান্তর এই অনুপস্থিতি অধিনায়ক হিসেবে নিজেকে আবারো প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের জন্য। গত ম্যাচে শান্ত চোট পেয়ে মাঠ ছাড়ার পর সহ-অধিনায়ক মিরাজই মাঠে অধিনায়কের ভূমিকা পালন করেন, যেখানে তার বেশ বিচক্ষণতার পরিচয় দিতে দেখা গেছে।

তারপরও শান্তর ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য দুঃসংবাদই বটে। ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে আছেন তিনি। প্রথম ম্যাচে অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া হয় তার। তবে পরের ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেন, যাতে ভর করে জয়ের দেখা পায় দল।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় কুঁচকির চোটের শিকার হন শান্ত। চোট নিয়ে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি, আউট হয়ে যান। এরপর ফিল্ডিংয়ের সময়ও চোট মাথাচাড়া দিয়ে ওঠে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে চলে যান।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন শান্তর এমআরআই করানো হলে সেই প্রতিবেদনে জানা গেছে, আপাতত মাঠে নামার মতো অবস্থা নেই তার। কুঁচকির চোট মোটামুটি গুরুতর হওয়ায় সেরে উঠতে সপ্তাহখানেক লেগে যাবে। সামনে আবার ওয়েস্ট ইন্ডিজ সফর, যার জন্য ঘোষিত টেস্ট দলেরও নেতৃত্বে আছেন এখন পর্যন্ত তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত। ২২ গজের চিন্তা বাদ দিয়ে আপাতত তাই বিশ্রামে থাকতে হচ্ছে শান্তকে।

যদি এক সপ্তাহের চেয়ে বেশি সময় লাগে শান্তর সেরে উঠতে, তাহলে খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও। সেক্ষেত্রে পরপর দুটি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সেই সাথে হাতেখড়ি হয়ে যাবে টেস্ট অধিনায়ক হিসেবেও। তবে তার আগে এই অলরাউন্ডারের সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কঠিন চ্যালেঞ্জ। শারজায় আজকের ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.