সপ্তম উইকেটে রিয়াদ-লিটনের রেকর্ড জুটি

প্রকাশিত হয়েছে - 2021-07-07T20:34:00+06:00
আপডেট হয়েছে - 2021-07-07T20:37:29+06:00

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই ধুঁকতে থাকে। অধিনায়ক
ছাড়া আর কোনো ব্যাটসম্যান ক্রিজে বড় স্কোর গড়তে পারেননি। দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবে কাউকে না পাওয়া মুমিনুল ৭০ রান করে দলীয় বিদায় নেন দলীয় ১৩২ রানের মাথায়।
এরপর সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চা বিরতি পর্যন্ত আর কোনো বিপদ ঘটতে দেননি এ দুজন। তৃতীয় সেশনে অর্ধশতক পূরণ করে শতকের পথে হাঁটতে থাকেন লিটন। টেস্ট দলে ফিরে আসার ম্যাচে অর্ধশতক পূরণের পথে আছেন রিয়াদ। দলীয় ২৭০ রানের মাথায় ফাইন লেগে ক্যাচ দিয়ে লিটন আউট হলে ১৩৮ রানের এ জুটি ভাঙে। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সপ্তম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।
৮ রানের জন্য সপ্তম উইকেটে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি গড়তে পারেননি লিটন-রিয়াদ। লিটন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পাননি মাত্র ৫ রানের জন্য।
সব মিলিয়ে টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ১৪৫ রানের। ২০১০ সালে হ্যামিল্টনে
ের বিপক্ষে এ জুটি গড়েছিলেন
ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচের লিটন-রিয়াদের জুটির পর রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাকিব আল হাসান।
এক
নজরে টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
১। মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ১৪৫ রানের জুটি, প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, সাল: ২০১০।
২। মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের ১৩৮ রানের জুটি, প্রতিপক্ষ: জিম্বাবুয়ে, সাল: ২০২১।
৩। মোসাদ্দেক হোসেন সৈকত ও সাকিব আল হাসানের ১৩১ রানের জুটি, প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, সাল: ২০১৭।
৪। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ১২৬ রানের জুটি, প্রতিপক্ষ:
, সাল: ২০২১।
৫।
ও মাহমুদউল্লাহ রিয়াদের ১২১ রানের জুটি, প্রতিপক্ষ: জিম্বাবুয়ে, সাল: ২০২১।