সমর্থকদের কর্মকাণ্ডে আবেগাপ্লুত সাকিব
বিশ্বজুড়ে তার খ্যাতি। ক্রিকেট দিয়েই জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। সাকিব আল হাসান যখন ইনজুরিতে, তার নিখাদ সমর্থকরা স্বস্তিতে থাকবেন না- সেটিই স্বাভাবিক। সাকিবের সেই সমর্থকরা শুক্রবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন, যাতে মহান আল্লাহ বাংলাদেশের সেরা ক্রিকেটারকে দ্রুত সুস্থ করে দেন। আর সমর্থকদের এই ভালোবাসা ভরপুর কাজে আবেগে আপ্লুত সাকিব।
শনিবার (১৩ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার এত অগণিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।’
দ্রুত মাঠে ফেরার প্রত্যাশা করে সাকিব আরও বলেন, ‘ইন শা আল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।’
বাঁহাতের কনিষ্ঠা আঙুলের চোটে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন সাকিব। সম্প্রতি চোট মারাত্মক হয়ে উঠলে সরাসরি মাঠ থেকেই আশ্রয় নিতে হয় হাসপাতালে। দেশে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা শেষে বর্তমানে রয়েছেন মেলবোর্নে। তিন মাসের মধ্যে ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ডাক্তার শুভ সংবাদের ইঙ্গিত দিলেও সাকিবকে মাঠে দেখতে না পেরে যেন তড় সইছে না সমর্থকদের।
তাই সাকিবের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন সমর্থকরা। ক্রিকেটারের প্রতি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন আর নিখাদ ভালোবাসার এই খবরটি পৌঁছে গিয়েছিল সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের কানেও। আর এতে অভিভূত এবং মুগ্ধ হয়ে ফেসবুকে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন সাকিব-পত্নীও।
উল্লেখ্য, মেলবোর্নে চিকিৎসা শেষে বর্তমানে আত্মীয়ের বাসায় রয়েছেন সাকিব। শীঘ্রই দেশে ফিরবেন তিনি।
আরও পড়ুন: পেসার হয়ে ক্রিকেটে এসেছিলেন ফজলে রাব্বি!