সাকিব-তামিমের দ্বন্দ্ব দেখেননি পাপন, শুনেছেন মিডিয়া থেকে
"আমি তো আসলে জানিনা কী হচ্ছে, দেখিও নাই"

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-27T22:31:53+06:00
আপডেট হয়েছে - 2023-02-27T22:47:51+06:00
ক্রিকবাজকে দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাৎকার আলোড়ন তৈরি করেছে ক্রিকেটপাড়ায়। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে সম্পর্কের অবনতি ও ড্রেসিং রুমের অস্বাস্থ্যকর পরিবেশের কথা বলেছিলেন। তার কয়েকদিন পর বোর্ড সভাপতি জানালেন কিছুই নিজে দেখেননি তিনি, শুনেছেন 'মিডিয়ার লোক' থেকে।
সোমবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এখন আর বোর্ড সভাপতি দলের সাথে থাকেন না তা জানিয়ে বলেন, "আজ থেকে তিন বছর আগেও ড্রেসিং রুমে কোনো সমস্যা আমি কখনো দেখি নাই। গত তিন বছর আমি দলের সাথে নাই। আগে আমি ওদের সাথে থাকতাম, একই হোটেলে থাকতাম। সব কিছু করতাম।
সাকিব-তামিমের সম্পর্কের অবনতির কথা তিনি মিডিয়া থেকে সবচেয়ে বেশি শুনেছেন এমন দাবি করে বলেন, ড্রেসিং রুমে পরিবেশ ভালো না, তামিম আর সাকিবের মধ্যে সমস্যা- এই সবকিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সব থেকে বেশি শোনা মিডিয়া থেকে। মিডিয়ার লোকেরাই বেশি বলে। গত বিশ্বকাপ যেটা হল, অস্ট্রেলিয়ায় টি-২০, ওখানে আমি সবকিছু খুবই ভালো অবস্থায় পেয়েছিলাম। আমি কিন্তু ওখানে ড্রেসিং রুমের কোনো সমস্যা শুনিনি। এর আগে শুনেছি, আমি নিজে দেখেনি।"
পাপনের সাক্ষাৎকারের প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন পেয়েছিলেন তামিম। মাঠে সেরাটা দিলে আর কিছুই ব্যাপার না- এমন কথা বলেন তিনি। আশ্বস্ত করেন যে মাঠে তাদের সম্পর্কের কোনো প্রভাব নেই। সেই কথাতেও সুর মেলান পাপন।
তিনি বলেন, "আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে। আমি ওদের ডেকেছি, কথা বলেছি যে কোনো সমস্যা আছে কিনা। ওরা দুইজনেই আমাকে আশ্বস্ত করেছে যে খেলায় এটার কোনো প্রভাব পড়বে না। যা-ই থাকুক, খেলায় কোনো প্রভাব পড়বে না। আমি সাক্ষাৎকারে এটাই বলেছি, তামিমও সেটাই বলেছে।"
ড্রেসিং রুমের অস্বস্তিকর পরিবেশ সম্পরকে বলতে গিয়ে তিনি জানান এমন কিছু তিনি প্রত্যক্ষ করেননি। তিনি বলেন, "সেটা তো শোনা কথা। আমি তিন বছর আগে যখন টিমের সাথে থাকতাম, তখন এই কথা বলি নাই, ভাবিও নাই- দিস ইজ নাম্বার ওয়ান। মাঝখানে সবাই বলা শুরু করল ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না। আমি তো আসলে জানিনা কী হচ্ছে, দেখিও নাই। আমি গত বিশ্বকাপে গিয়ে কোনো সমস্যা আমি দেখি নাই।"
"তখন যে কারণটা বলা হতো যে সাকিব-তামিম সবচেয়ে কাছের বন্ধু ছিল। হঠাৎ করে তাদের কিছু একটা হয়েছে, যার জন্য এখানে একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।"