সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের রোষানলের শিকার তাইজুল
ঢাকা টেস্টে হারের শঙ্কায় থাকা ভারতের সমর্থকদের এমন আচরণে অবাক এবং ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-12-25T02:01:02+06:00
আপডেট হয়েছে - 2022-12-25T02:01:02+06:00
তুচ্ছ এক ঘটনা নিয়ে বাংলাদেশি ক্রিকেটার তাইজুল ইসলামের সাথে উগ্র ব্যবহার করছেন ভারতের সমর্থকরা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঢাকা টেস্টে বিরাট কোহলি ও তাইজুলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়কে কেন্দ্র করে ভারতীয় সমর্থকরা দলে দলে হানা দিচ্ছেন তাইজুলের সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টে, কেউ কেউ গালাগালও করছেন। ঢাকা টেস্টে হারের শঙ্কায় থাকা ভারতের সমর্থকদের এমন আচরণে অবাক এবং ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের ৩য় দিনের শেষভাগে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যের দেখা মেলে। ভারতের চতুর্থ ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলের সময়কার ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা দারুণ ডেলিভারিটা বিরাট কোহলির ব্যাটে লেগে জায়গা করে নেয় শর্ট লেগে থাকা মুমিনুল হকের হাতে। সাথে সাথেই বাঁধনহারা উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ সময় তাইজুল কোহলির উদ্দেশে কিছু একটা বলেন। কোহলি সাজঘরে ফেরার সময় তাইজুলের স্লেজিং শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আকস্মিকভাবে দেখা গেল তার অগ্নিমূর্তি!
ঠিক কী কারণে কোহলি রেগে গেলেন তা বোঝা যায়নি। এ সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সাথেও একটু বাক্য বিনিময় হয় কোহলির। এরপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও কোহলিকে সাজঘরের পথ দেখিয়ে দিলে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন কোহলি। টানটান উত্তেজনাপূর্ণ ঢাকা টেস্টের তৃতীয় দিনের এই দৃশ্য এখন আলোচনার কেন্দ্রে।
তবে কোহলি কেন ক্ষেপে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মিরাজের উল্লাসে, নাকি তাইজুল ইসলাম কিছু একটা বলেছিলেন বলে কোহলি এভাবে রাগ দেখিয়েছেন, তা জানেন না তার সতীর্থ, প্রতিপক্ষ কেউই। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে এলেন যে সিরাজ, তিনি এই ঘটনা দেখেননি, তখন জিরিয়ে নিতে আইস বাথ নিচ্ছিলেন। তাকে প্রশ্ন করা হলে বলেন, 'আমি তখন আইস বাথ নিচ্ছিলাম, তাই বলতে পারি না কী হয়েছে।'
লিটন অবশ্য এই ঘটনা মাঠে থেকেই দেখেছেন। তবে তিনিও জানেন না আদ্যোপান্ত। সংবাদ সম্মেলনে বললেন, 'আমি জানি না তাৎক্ষনিকভাবে ঠিক কী হয়েছে।'
তবে কোহলি যে কারণেই রেগে থাকুন, ক্ষেপে গিয়ে তার মাঠ ছাড়ার দৃশ্য হয়ে থাকবে এই ম্যাচের প্রতীকী দৃশ্য। তবে কোহলির প্রতি সমর্থন জানাতে গিয়ে ভারতীয় সমর্থকরা তাইজুলের সাথে যে আচরণ করছেন, তা হয়ত নেক্কারজনক ঘটনা হয়েই থাকবে। তাইজুলের ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টগুলো এখন সয়লাব ভারতীয়দের আগ্রাসী, হিংসাত্মক ও আক্রমণাত্মক মন্তব্যে। কেউ তাইজুলকে অকথ্য ভাষায় গালাগাল করছেন, কেউ বাংলাদেশকে খাটো করে মন্তব্য করছেন, কেউ আবার তাইজুলকে কোহলির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও তাইজুলের দিক থেকে কোনো মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়নি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।