সালাউদ্দিনের সহকারী কোচ হওয়া নিয়ে ধোঁয়াশা রাখলেন ফারুক

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-31T14:00:15+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T14:00:15+06:00
ক'দিন ধরেই গুঞ্জন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। গত রাত থেকে সেই গুঞ্জন আরও জোরালো হলো। যদিও বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হলেও এ বিষয়ে নিশ্চিত করেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সালাউদ্দিন কোচিং প্যানেলে ঢুকছেন কি না তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
তবে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে স্থানীয় অর্থাৎ দেশিদেরই প্রাধান্য দিচ্ছে বর্তমান বোর্ড, জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, 'অনেকে আছে কথা বলতে গিয়ে বলে ফেলে, পরে হলে হলো না হলে নাই। এ ধরনের কথা আমি কম বলি। আমি এটা চিন্তা করে কথা বলি যেটা আমি পারব। লোকাল কোচ আমাদের প্রায়োরিটি ছিল। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, সহকারী কোচ এমন। সিরিয়াসলি চিন্তা করছি আমরা, বোর্ড সভায়ও আলোচনা করেছি।'
দেশি কোচদের অতীতে মূল্যায়ন করা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অতীতে কেন মূল্যায়ন করা হয়নি আমি কীভাবে বলব? এখন আমার মাথায় আছে।' তবে সালাউদ্দিনের নাম উল্লেখ করা হলেও জবাবে কিছুই স্পষ্ট করা হয়নি, 'নির্দিষ্ট কোনো নাম নেই। আমি বলেছি সহকারী কোচ। পদের আগেই নাম কেন প্রকাশ পাবে, এটা করেই আমরা দেশের অনেক সমস্যা করেছি। একজন সহকারী কোচ আসবে এবং সে হবে লোকাল।'
এ সময় জাতীয় দলের বর্তমান প্যানেলের ব্যাটিং কোচ ও বোলিং কোচের ভূমিকা নিয়েও কথা ওঠে। ফারুক জানান, 'সন্তুষ্ট ছিলাম না দেখেই হাথুরু আমাদের সাথে নেই, নতুন কোচ এসেছে। আমি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করি, যারা সংশ্লিষ্ট ওদের কাছ থেকে তথ্য নেই। একটা ইনফরমেশন পেয়েই সিদ্ধান্ত নিই না, এটা আমার কাজের ধারা। এটার মধ্যেও পরিবর্তন দেখতে পারবেন।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।