সুজনের 'খোঁচা'র জবাব দিলেন জয়াবর্ধনে
বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। সেই কথার রেশ ধরে কথার পিঠে অনেক কথা জমে পড়েছে, তাতেও বিতর্কের অবসান হয়নি। মাঠে নামার আগে শানাকার মতো ঝাঁজাল কথায়ই তাকে জবাব দেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার সুজনকে খোঁচা দিতে ভুললেন না মাহেলা জয়াবর্ধনে।

প্রকাশিত হয়েছে - 2022-09-01T13:18:10+06:00
আপডেট হয়েছে - 2022-09-01T14:40:32+06:00
খেলার সারসংক্ষেপ
শ্রীলঙ্কা-বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই। এশিয়ার এই দুই পরাশক্তির ম্যাচ মানেই এখন সমর্থকদের মধ্যে ঠাসা উত্তেজনা। তার ব্যতিক্রম ঘটছে না এশিয়া কাপের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। হারলেই বাদ, জিতলেই সুপার ফোর- এমন সমীকরণকে সামনে রেখে দুই দলের কথার লড়াই চলছে তো চলছেই। দাসুন শানাকার কথার জবাবে শ্রীলঙ্কাকে পাল্টা খোঁচা দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার সুজনের খোঁচার জবাব দিলেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। সেই কথার রেশ ধরে কথার পিঠে অনেক কথা জমে পড়েছে, তাতেও বিতর্কের অবসান হয়নি। মাঠে নামার আগে শানাকার মতো ঝাঁজাল কথায়ই তাকে জবাব দেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিতর্কের সূচনা করেন লঙ্কান অধিনায়ক শানাকা নিজেই। আফগানদের বিপক্ষে ৮ উইকেটের পরাজয়ের পর পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে শানাকা বলেন, 'আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে, আমরা জানি ফিজ অনেক ভালো বোলার। সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের তেমন বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ অনেক সহজ প্রতিপক্ষ।'
শানাকার সেই কথাকে অবমাননাকর হিসেবে দেখছেন অনেকে। বাংলাদেশকে অবজ্ঞা করায় লঙ্কান দলপতির তুলোধুনোও চলছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছিলেন সুজন। সেখানে তাকে প্রশ্ন করা হয় শানাকার বক্তব্য প্রসঙ্গে।
জবাবে সুজন বলেন, 'আমি জানি না দাসুন এটা কেন বলেছে। টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে বলেছে, আমাদের শুধু দুজন বিশ্বমানের বোলার রয়েছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।'
সুজন মনে করেন, মুস্তাফিজ আর সাকিবের মানের বোলারও নেই শ্রীলঙ্কার। তিনি বলেন, 'আমাদের অন্তত মুস্তাফিজ আর সাকিব আছে। আমার মনে হয় তাদের সাকিব ও মুস্তাফিজের মতো বোলারও নেই। আসল কথা হচ্ছে, আমরা কিভাবে খেলছি এটা বড় ব্যাপার। দেখা যাক আগামীকাল কী হয়।'
সুজনের বক্তব্যকে ঘিরে শ্রীলঙ্কানরা ক্ষোভে ফুঁসছেন। এবার লড়াইয়ের আগুনে ঘি ঢাললেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। সুজনের কথার জবাব তিনি দিয়েছেন এক টুইটের মাধ্যমে।
জয়াবর্ধনে লিখেছেন, 'মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের এখন সময় মাঠে নিজেদের ক্লাস দেখানোর। ব্যাটারদের মাঠে নিজেদের জাত চেনানোর এটাই মোক্ষম সময়।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।