Scores

সৌম্যর ব্যাগ ‘গোছানো’ই আছে!

এশিয়া কাপের দলে ছিলেন না প্রথমে। এরপর হুট করে ডাক পেয়ে ছুটে যেতে হল আরব আমিরাত। সেখানে আহামরি খারাপ না করেও আবার জিম্বাবুয়ে সিরিজে বাদ।

সৌম্যর ব্যাগ ‘গোছানো’ই আছে!

তবে জিম্বাবুয়ে সিরিজেও আবার ডাক পেলেন হুট করে। জাতীয় ক্রিকেট লিগ আর প্রস্তুতি ম্যাচে ভালো করার সুবাদে সেই ডাকে উড়ে এসেই দুর্দান্ত এক শতক। অথচ সৌম্য নেই আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডেই।

কিন্তু সৌম্য যে থাকবেন না টেস্ট সিরিজে, এমন নিশ্চয়তা কোথায়? সিরিজের মাঝপথে ফর্মে থাকা ক্রিকেটারকে দলে ডাকা বোর্ডের প্রিয় এক ‘অভ্যাস’। নিজের সেরা সময় কাটানো সৌম্যকে দলে না ডেকে বোর্ড কি আদৌ নিজেদের ‘অভ্যাস’ ত্যাগ করার ‘দুঃসাহস’ করবে?

Also Read - আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি না: ডি ভিলিয়ার্স


বোর্ড ডাকলে সৌম্য দলে যোগ দিতে প্রস্তুতই রয়েছেন। ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, তার ব্যাগ সবসময় গোছানোই থাকে। ঠিক যেন মুসাফিরদের মত!

সৌম্য বলেন, এখন ব্যাগ গুছানোই থাকেঅলরেডি গোছানো আছে, বরিশাল যেতে হবে।’

সৌম্যর ব্যাগ ‘গোছানো’ই আছে!পেশাদার এই দায় কিংবা ছুটাছুটি সৌম্য নিচ্ছেন ইতিবাচকভাবেই। খেলার মাঝে রয়েছেন বলে একে ‘ভালো’ বলেই আখ্যা দিচ্ছেন। সৌম্য বলেন, ভালোই হচ্ছে যে খেলার মধ্যে আছিএকটা ভালো দিন গেল আজ, কাল হয়তো সেই আত্মবিশ্বাসটা কাজে দিবে।’

শুধু কি দেশের এই প্রান্তে ঐ প্রান্তে? সৌম্যকে তো ছুটতে হয় বিশ্বজুড়েই। হোম সিরিজে অবশ্য সেই ‘বালাই’ নেই। তবে সৌম্য জানালেন, এমন ছুটাছুটিতে কখনই বিরক্ত বোধ হয় না তার, নার্ভাসনেস কাজ করে নাহয়তো একটু সাময়িকভাবে মনে হয় জার্নিটা বেশি হয়ে যাচ্ছে, আবার কাল খেলাএকটা দিন আবার বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়কাজ তো খেলা, খেলতেই হবে।’

প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়ে বেশ উচ্ছলভাবে উদযাপন করেছিলেন। আন্তর্জাতিক ম্যাচে শতক কি বাড়তি উন্মাদনা জাগায় না? সৌম্য বলেন, ঐদিন তো সবাইকে আমার দেখানোর দরকার ছিলওই সব ম্যাচ মানুষ দেখে নাকিন্তু আজকের ম্যাচ সবাই দেখেছে।’

আরও পড়ুন: টি-২০ সিরিজেও অস্ট্রেলিয়ার পরাজয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!

বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির ‘শক্তিশালী’ আফগানিস্তান

জিম্বাবুয়েকে হেসেখেলে হারালো আফগানিস্তান

দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন রনি