স্যান্টনারকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের নিউজিল্যান্ড স্কোয়াড
অন্তর্বর্তীকালীন অধিনায়ক করা হয়েছে স্যান্টনারকে।

স্যান্টনারকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের নিউজিল্যান্ড স্কোয়াড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-22T23:55:07+06:00
আপডেট হয়েছে - 2024-10-22T23:55:07+06:00
বর্তমানে ভারত সফরে রয়েছে নিউজিল্যান্ডের লাল বলের দল অর্থাৎ টেস্ট স্কোয়াড। এই সফর শেষে শ্রীলঙ্কা সফরে যাবে সাদা বলের দল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডের পাশাপাশি ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। সফরকে সামনে রেখে মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মিচেল স্যান্টনার। ভারত সফরে টেস্ট দলের সাথে থাকা ৬ ক্রিকেটারকে নিয়ে
সাদা বলের সফরে স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড। মোট ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে
আছেন স্যান্টনার। কেইন উইলিয়ামসন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের
দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত অন্তর্বর্তীকালীন
অধিনায়ক করা হয়েছে স্যান্টনারকে। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পূর্ণ মেয়াদে
অধিনায়ক কে হবেন তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্কোয়াডে নতুন মুখ বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ এবং উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে। স্মিথ কিছুদিন আগেই প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এওয়ার্ডসে ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন ২৫ বছর বয়সী স্মিথ। এবার ডাক পেয়ে গেলেন জাতীয় দলে।
আগামী ৯ নভেম্বর ডাম্বুলায় মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১৩, ১৭ এবং ১৯ নভেম্বর মাঠে গড়াবে তিন ওয়ানডে। পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিনটি ডাম্বুলায় এবং শেষ দুটি মাঠে গড়াবে পাল্লেকেলেতে।
শ্রীলঙ্কা সফরের নিউজিল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফুলকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, নাথান স্মিথ, ইশ সোধি, উইল ইয়ং।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।