Scores

১০টি নো বল চোখে পড়েনি আম্পায়ারের!

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ তে  টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। প্রথমবারের মতো শ্রীলঙ্কায় গিয়ে সিরিজের সব টেস্ট জিতল ইংল্যান্ড। ক্রিকেট দুনিয়ায় আলোচিত এই বিষয়টির সাথে উঠে এসেছে এই ম্যাচের আরও এক ঘটনা। পাঁচ ওভারের মধ্যে ১০টি নো বল হলেও তা দেননি আম্পায়ার!

কলম্বোতে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ৩৩৬ রান করে ইংল্যান্ড। সেই ইনিংসে ২২ ওভার বোলিং করে ৯৫ রানে ৫ উইকেট নেন শ্রীলঙ্কার স্পিনার লাকশান সান্দাকান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৩০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সেই ইনিংসে আরও ২ উইকেট পেয়েছিলেন সান্দাকান। ম্যাচে ৭ উইকেট পাওয়া এই স্পিনারের দ্বিতীয় ইনিংসের বোলিং স্পেল নিয়েই প্রশ্ন তুলেছে সম্প্রচারের দায়িত্বে থাকা ‘স্কাই’।

তাদের তথ্যমতে, দ্বিতীয় ইনিংসের একটি পাঁচ ওভারের স্পেলে অন্তত ১২ বার ওভার স্টেপিং করেছেন লাকশান সান্দাকান। যার মধ্যে শুরুতে একবারও ‘নো’ বল দেননি ম্যাচের আম্পায়ারের দায়িত্বে থাকা নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ভারতের সুন্দরাম রবি।

Also Read - এখন থেকে বয়স লুকালেই নিষেধাজ্ঞা!

১২ টির মধ্যে ২টি হয়েছিল ‘নো বল’। সেটাও তৃতীয় আম্পায়ারের সহযোগীতায়। ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস ব্যক্তিগত ২২ রানে সান্দাকানের বলে আউট হওয়ার পর আম্পায়ার ‘নো বল’ চেক করতে তৃতীয় আম্পায়ারের সহযোগীতা নেন। টিভিতে স্পষ্ট দেখা যায়, সান্দাকান ওভার স্টেপিং করেছেন। এরপর আরও একবার বেঁচে গেছেন স্টোকস। ব্যক্তিগত ৩২ রানে আউট হয়ে একইভাবে বেঁচে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি, ৪২ রানে পেরেরার বলে আউট হয়ে সাজঘরে ফিরেন স্টোকস।

এদিকে স্টোকসের আউটের এই দুই সিদ্ধান্ত ছাড়া বাকি ১০ ক্ষেত্রেই আম্পায়ার ছিলেন ব্যর্থ। যা ভিডিও রেকর্ড থেকে নিশ্চিত করেছে ‘স্কাই’।  ১৯৬৩ সালের পর টেস্টে কোনও দলকে ৩-০  তে হারাল ইংল্যান্ড। এমন সুখস্মৃতির ম্যাচে আম্পায়ারদের এমন অন্যমনষ্ক থাকা এবং সিদ্ধান্ত নিয়ে খুব বেশি ভাবছে না ইংল্যান্ড। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় হচ্ছে সমালোচনা।

[আরও পড়ুনঃ “গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই জিতেছি, এটি ইতিবাচক”]

Related Articles

আবারও কাঠগড়ায় ভারতীয় আম্পায়ারের ‘সিদ্ধান্ত’

পান্টের শতকে ইংলিশদের শাসন করছে ভারত

কী নিয়ে বেঁধেছিল কোহলি-স্টোকসের, জানালেন সিরাজ

আবারও ভারতের স্পিনে কাবু ইংল্যান্ড

ভারতীয় গণমাধ্যমের উপর চটেছেন কোহলি