১৫ বলে ইমনের ফিফটি, ৪০ বলে জিতল আবাহনী

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-04-06T15:56:13+06:00
আপডেট হয়েছে - 2025-04-06T17:07:43+06:00
পারভেজ হোসেন ইমনের করা ১৫ বলের অর্ধশতকের দিনে মাত্র ৪০ বলে ম্যাচ জয়ের কীর্তি গড়েছে আবাহনী। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ইমন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আগে ব্যাট করতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে মিনহাজুল আবেদিন সাব্বিরের ব্যাট থেকে। আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত চারটি এবং রিপন মণ্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে অবিশ্বাস্য কীর্তি গড়ে বসেন পারভেজ হোসেন ইমন। জিসান আলমকে নিয়ে করেন ইনিংসের সূচনা। শুরু থেকেই খেলছিলেন মারকুটে ভঙ্গিতে।
ডিপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন ১৫ বলে। এতে ৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। ইমন ২৩ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী জিসান ১৭ বলে করেন ১৭ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।