২৭ কোটি নয়, পান্টের জন্য আরও বেশি খরচ করতে প্রস্তুত ছিল লক্ষ্ণৌ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-04-06T16:04:36+06:00
আপডেট হয়েছে - 2025-04-06T17:20:49+06:00
৪ ম্যাচে ১৯ রান। ২৭ কোটি রুপির রিশভ পান্ট লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে একেবারে ফর্মে নেই। তারপরও তাকে এত দাম দিয়ে কেনায় কোনো আক্ষেপ নেই দলটির। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, পান্টের জন্য আরও বেশি অর্থ খরচ করতেও প্রস্তুত ছিলেন তারা। দিল্লি ক্যাপিটালস পান্টকে ধরে রাখবে না জানার পর থেকেই পান্টকে ‘পাখির চোখ’ করে তারা। লক্ষ্য ছিল- যে করেই হোক নিলামে তাকে দলভুক্ত করা।
সঞ্জীব বলেন, ‘যখনই আমরা জানতে পেরেছিলাম দিল্লি পান্টকে রাখবে না, তখনই ওকে ধরে দল সাজানোর পরিকল্পনা করেছিলাম।’
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দুটি ম্যাচে হেরেছে লক্ষ্ণৌ। তাই বলে অধিনায়ক পান্টের প্রতি আস্থা কমে যায়নি। বরং দল বিশ্বাস করে, ২৭ কোটি রুপিতেও যদি তাকে কেনা না যেত তাহলে ২৮ কোটি রুপি খরচ করতেও কোনো সমস্যা ছিল না।
সঞ্জীব জানান, ‘আগেও বলেছি, আবারও একটা কথা বলতে আমার কোনো বাধা নেই। আমার বিশ্বাস পান্ট দারুণ একজন নেতা। ওর সেরা নেতৃত্ব এখনও দেখতে পাইনি। আমরা ২৭ কোটি রুপিতে ওকে পেয়েছিলাম। তবে ২৮ কোটিও যদি দরকার হত, ওর জন্য খরচ করতাম।’
গেল মৌসুমে লক্ষ্ণৌয়ের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। মাঠের ব্যর্থতায় দলের সাথে সম্পর্কের অবনতি হয় তার। সুদিন ফেরাতে লক্ষ্ণৌ খুঁজছিল জুতসই নেতা। এ কারণেই বেছে নেওয়া হয় পান্টকে, জানান দলের মালিক।
‘আমরা একটা বিষয় নিয়ে পরিষ্কার ছিলাম। এমন একজন নেতা দরকার যে নিজের দক্ষতায় বিশ্বাস করে, যে ভয়ডরহীন এবং বিধ্বংসী ব্যাটিং করতে পারে। পান্টের মধ্যে এর সবকটাই রয়েছে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।