অধিনায়ক ওয়ার্নার থেকে শিখছেন তরুণ আফিফ

প্রকাশিত হয়েছে - 2019-01-09T05:04:05+06:00
আপডেট হয়েছে - 2019-01-09T22:56:14+06:00
গত বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন আফিফ হোসেন ধ্রুব। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলেছেন একটি টি-টোয়েন্টি। তবে জাতীয় দলে নিয়মিত হতে শেখার এখনও আছে অনেক। তাই চলতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর
অন্যতম সেরা ক্রিকেটার ও নিজ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার থেকে এবার শিখছেন এই তরুণ।


২০১৬ সালের বিপিএলে প্রথম ম্যাচে নেমেই করেন বাজিমাত, নেন ৫ উইকেট। সেই থেকেই টুর্নামেন্টটিতে নিয়মিত খেলছেন আফিফ হোসেন ধ্রুব। এবারের আসরে সিলেট সিক্সার্সের খেলছেন বাংলাদেশের উঠতি এই প্রতিভাবান অলরাউন্ডার। যেই দলের নেতৃত্ব রয়েছেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের কারণে অস্ট্রেলিয়া দলের বাইরে থাকার সময়ে প্রথমবার বিপিএল খেলতে এসেছেন অজি তারকা।
দেখে শুনে ব্যাটিং করেও পাওয়ার প্লেতে ঝড়ের বেগে রান তুলতে সক্ষম ব্যাটসম্যানদের তালিকায় ওপরের দিকেই থাকবে ওয়ার্নারের নাম। বড় ইনিংস খেলতেও সামর্থ্য রাখেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। এ কারণে টি-টোয়েন্টি আসরে তার চাহিদা আকাশছোঁয়া। এদিকে, ওয়ার্নারের মতো আফিফও ব্যাট করেন বাঁহাতে। প্রিয় ব্যাটসম্যানকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি তিনি।
অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান থেকে অনেক কিছুই শিখতে চান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার আগেই তারকা হয়ে ওঠা এই ক্রিকেটার,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।‘ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কীভাবে কাজে লাগায়, টপঅর্ডারে কীভাবে ইনিংস গড়েন এ জিনিসগুলো কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে।’
এছাড়া ইতিমধ্যে ওয়ার্নারের নেতৃত্বে মুগ্ধ আফিফ আরও জানান,
‘সব সময় দলের সবার সঙ্গে সম্পৃক্ত থাকছে সে, যখন অনুশীলন করছি বা হোটেলে থাকছি, অনেক মজা করছে। সবাইকে সব সময় একসঙ্গে রাখছে, যেটি দলকে খুব সাহায্য করছে।’
উল্লেখ্য, গত রোববার এবারের আসরে তার দল সিলেটের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এ বাঁহাতির ব্যাটে আসে ১৬ বলে ১৯ রান। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফিফের দল মুখোমুখি হবে
ের চিটাগং ভাইকিংসের।