আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকার্ত ক্রিকেটাররা

প্রকাশিত হয়েছে - 2018-10-18T23:34:05+06:00
আপডেট হয়েছে - 2018-10-18T23:34:05+06:00
বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী তুল্য আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে নিজের বাসায় প্রখ্যাত এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার মৃত্যুতে দেশের সর্বস্তরে নেমে আসে শোকের ছায়া। এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে শোকবার্তা জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্রিকেটাররাও জানিয়েছেন শোক।
সকালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ পাওয়ার পর সেটি বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছিল সবার। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে স্থান পায় শোকবার্তা।
আইয়ুব বাচ্চুর গানের কথা যুক্ত করে ওয়ানডে অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজা
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । হৃদয় ভেঙেছে জানিয়ে ফেসবুকে লিখেন,
‘
সবাইকে একা করে
,
চলে যাবো অন্ধ ঘরে
,
এই শহর গাড়ি-বাড়ি কিছুই রবে না
।’

আইয়ুব বাচ্চুর আত্মার শান্তি কামনা করে উইকেটরক্ষক ব্যাটসম্যান
লিখেন,
‘
কী এক দুঃসংবাদ শুনে দিনটা শুরু করতে হলো আমাদেরকে! ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন
।
তার আত্মা শান্তি পাক
।’
নিজেকে আইয়ুব বাচ্চুর ভক্ত উল্লেখ করে পেসার
রুবেল হোসেন
লিখেন,
‘
ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
।
সত্যি মানতে পারছি না আমি
।
ছোটবেলা থেকেই জেমস ভাই
,
বাচ্চু ভাই এদের গান শুনি
।
আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান
।
সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম
।
আল্লাহ এটা কী হয়ে গেল! আসলে সবাইকে চলে যেতে হবে একদিন
।
এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন
।
আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসীব করেন, আমিন
।’
এছাড়াও আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান, তাসকিন আহমেদসহ ক্রিকেট অঙ্গনের আরও অনেকে।