আরও এক রেকর্ড গড়ে '৯৬' রানে ফিরলেন বিজয়

প্রকাশিত হয়েছে - 2022-04-28T11:55:42+06:00
আপডেট হয়েছে - 2022-04-28T11:58:45+06:00
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও শতকের খুব কাছে গিয়েও হাতছাড়া করলেন এনামুল হক বিজয়। তবে টুর্নামেন্টে অর্ধশতকের রেকর্ড গড়েছেন বিজয়। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এই ম্যাচে শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল।
[caption id="attachment_199144" align="aligncenter" width="700"]

ডিপিএলে রেকর্ড গড়েই চলেছেন বিজয়[/caption]
বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের শুরুটা ছিল বেশ ধীরস্থির। তবে অপরপ্রান্তে ঝড়ো সূচনা করেন বিজয়। তামিমের ধীরস্থির ব্যাটিংয়ের সাথে বিজয়ের দ্রুতগতির ইনিংসে প্রাইম ব্যাংক পায় দুর্দান্ত সূচনা। তামিম অর্ধশতক হাঁকাতে মোকাবেলা করেন ৮৪টি বল। বিজয় মাত্র ৩৭ বলেই অর্ধশতক হাঁকান।
অর্ধশতক হাঁকানোর পরও দ্রুতগতিতেই ব্যাটিং করতে থাকেন বিজয়। অপরপ্রান্তে তামিমও ততক্ষণে হাত খুলে খেলতে শুরু করেন। ১২২ বলেই শতক হাঁকান তামিম। ১৩২ বলে ১৩৭ রান করে থামেন
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। তার উইলো থেকে আসে ১৩টি চার ও ছয়টি ছক্কা।
তামিম সাজঘরে ফিরলেও থামেননি বিজয়। শতকের পথে ছুটতে থাকেন এই ডিপিএলে ক্যারিয়ার সেরা পারফর্ম করা বিজয়। তবে নব্বইয়ে নার্ভাস হয়ে যান তিনি। রান তোলার গতি কিছুটা কমিয়ে দেন বিজয়। ফলে শতক হাঁকাতেও ব্যর্থ হন তিনি। ৮৫ বলে ৯৬ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটার।
মাত্র চার রানের জন্য শতক হাতছাড়া করলেও ডিপিএলে অর্ধশতকের রেকর্ড নতুন করে লিখলেন বিজয়। এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছিলেন নাঈম ইসলাম ও
। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৪ আসরে এবং রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ২০১৮-১৯ সেশনে। এবার সেসব রেকর্ড ভেঙে দিলেন বিজয়।
আজকের ইনিংসে বিজয়ের ব্যাট থেকে এসেছে আটটি চার ও দুইটি ছক্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সংগ্রহ ৩ উইকেটে ২৮৮ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।