ইপিএলে জয়ের জন্য তামিমদের সামনে বড় লক্ষ্য

প্রকাশিত হয়েছে - 2021-09-30T15:52:22+06:00
আপডেট হয়েছে - 2021-09-30T16:00:01+06:00
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) দ্বিতীয় আসরের ১০ম ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও ললিতপুর প্যাট্রিয়টস। প্রথমে ব্যাট করতে নেমে ললিতপুর জড়ো করেছে ১৭৭ রান।
[caption id="attachment_173699" align="aligncenter" width="500"]

দুর্দান্ত থ্রোতে প্রতিপক্ষ অধিনায়ককে রান আউট করেন তামিম।[/caption]
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভাইরাহাওয়া। দলীয় ৭ রানে ওপেনার ও অধিনায়ক কুশল ভুরতেল সাজঘরে ফিরলেও প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সান্দুন উইরাকদি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সাজঘরে ফেরার আগে ৪১ বলে ৫৮ রান করেন তিনি, হাঁকান ২টি চার ও ৫টি ছক্কা। এছাড়া ওশাডা ফার্নান্দোর ১৯ বলে ২০, সন্দ্বীপ জরার ২৫ বলে ৩৮ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২২ বলে ৪২ রানের (২টি চার ও ৪টি ছক্কা) ইনিংসে ভর করে বড় সংগ্রহ জড়ো করে ললিতপুর।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। ভাইরাহাওয়ার পক্ষে অবিনাশ বোহারা শিকার করেন জোড়া উইকেট।
[caption id="attachment_173569" align="aligncenter" width="790"]

ম্যাচ চলাকালে সতীর্থদের সাথে আলোচনায় ব্যস্ত তামিম ইকবাল। ছবি : ইপিএল[/caption]
প্রথম ম্যাচের মত ইপিএলে নিজের তৃতীয় ম্যাচেও ফিল্ডিংয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন তামিম। তার দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন প্রতিপক্ষ অধিনায়ক কুশল।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স
ললিতপুর প্যাট্রিয়টস : ১৭৭/৭ (২০ ওভার)
সান্দুন ৫৮, ওমরজাই ৪২, সুন্দিপ ৩৮
অবিনাশ ৪৭/২, আরিফ ৭/১, প্রসাদ ৩০/১
জয়ের জন্য ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রয়োজন ১৭৮ রান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।