এইচপি দলের নতুন কোচ র্যাডফোর্ড

প্রকাশিত হয়েছে - 2020-08-13T20:23:22+06:00
আপডেট হয়েছে - 2020-08-13T20:26:20+06:00

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল এইচপি দলের জন্য কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ এক কোচকেই শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো। এই ইংলিশ কোচকে আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। এই এক বছরে দলের সাথে ১০০ দিন কাজ করবেন তিনি।




কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞতার ঝুলি নিয়েই বাংলাদেশের পা রাখবেন র্যাডফোর্ড। সারা বিশ্ব জুড়েই বিভিন্ন দেশের ক্রিকেট একাডেমিতে প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
কখনো জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হয়নি। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই ইংলিশম্যানের। কিন্তু কোচিং ক্যারিয়ারে তিনি যথেষ্ট অভিজ্ঞতা এবং ভালো পরিচিতি রয়েছে।





আগামী মাসেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আগেই দলের সাথে যোগ দিবেন তিনি। শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাবে জাতীয় দল; নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার জন্য এইচপি দলকেও শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সফরেই দলের সাথে যাবেন র্যাডফোর্ড। এছাড়া শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষেও দুইটি চারদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে এইচপি দল।
প্রসঙ্গত, আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।