এশিয়া কাপে মাশরাফির নজর কাড়লেন যারা

প্রকাশিত হয়েছে - 2018-09-30T10:39:22+06:00
আপডেট হয়েছে - 2018-09-30T10:39:22+06:00
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিকেটাররা ফুলেল অভ্যর্থনা পায়। আবারও ফাইনালে শেষ বলে স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। এরপরেও পুরো টুর্নামেন্টে অনেক ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এয়ারপোর্টে সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত এশিয়া কাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে কথা বলেন মাশরাফি।

বাংলাদেশের ক্রিকেটের সেরা ওপেনার
খান। কিন্তু এই ক্রিকেটারের যোগ্য ওপেনার সঙ্গী যেন খুঁজেই পাচ্ছিলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেককেই দিয়েই চেষ্টা চালিয়েছিল বিসিবি। তবে কাজ হয় নি। এদিকে এশিয়া কাপে তামিমের সঙ্গী খোঁজার মিশনে ইনজুরিতে ছিঁটকে যান তামিম নিজেই। এরপর পুরো এশিয়া কাপে অনেককে দিয়ে সেই জায়গায় চেষ্টা চালানো হয়। শুরুতে অফ ফর্মে থাকলেও পরে নজরে কেড়েছেন লিটন কুমার দাস। এছাড়া মোহাম্মদ মিথুনও মিডিল অর্ডারে রান পেয়েছেন।
এশিয়া কাপে ইতিবাচক দিকের মধ্যে মাশরাফির চোখে এই দুই ক্রিকেটারের পারফর্ম করা। মাশরাফি বলেন, "
অনেক কিছু ইতিবাচক আছে। প্রথমে বললে লিটন আর মিথুন। এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ক্রিকেটার খুঁজতেছিলাম, তারা এই দুই জায়গায় পারফর্ম করেছে। এটা অনেক ইতিবাচক। এখন ওরা এটাকে কতোটুকু উপরে নিয়ে যেতে পারবে, সেটা নির্ভর করছে। আসলে একটা ইনিংস বা দুইটা ইনিংসে বলা কঠিন। এরপরেও ওরা বুঝতে পেরেছে ওদের সামর্থ্য আছে। এছাড়া মুস্তাফিজ আগের মতো ফিরে এসেছে। এর বাইরে দল হিসেবে যেমন পারফর্ম করেছি, আশাকরি দলের সবাই বুঝতে পারবে কঠিন পরিস্থিতিতে চেষ্টা করলে অনেককিছু করা সম্ভব। "
মাশরাফি আরও যোগ করে বলেন, "অন্যবারের তুলনায় এবার তাদের (খেলোয়াড়দের) শক্ত দেখেছি। এটা ভালো দিক। সবাই শেষ পর্যন্ত লড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও জেতার ইচ্ছেটা ছিল। আমি কেন, ওদের নিজেদেরও এটা নিয়ে গর্ববোধ করা উচিত। সবাই উপলব্ধি করেছে কে কোথায় কী করতে পারত। এটা গুরুত্বপূর্ণ। (আমাদের) ক্রিকেট এগিয়ে যাবে, সামনে বড় বড় টুর্নামেন্ট আছে। সামনে বিশ্বকাপ আছে। বড় দুই-তিনটা সিরিজ আছে। চেষ্টা করব, এই ভুল সামনে যেন না হয়।"
[আরও পড়ুনঃ দেহরক্ষী রূপে হাসপাতালে সাকিব কন্যা]