কোনো ম্যাচ না হারলেও এলিমিনেটর খেলবেন তামিমরা

প্রকাশিত হয়েছে - 2021-10-05T13:24:58+06:00
আপডেট হয়েছে - 2021-10-05T13:46:07+06:00
লিগ পর্বে কোনো ম্যাচ না হারলেও এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সকে। দলটির আরও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[caption id="attachment_174238" align="aligncenter" width="700"]

এ নিয়ে ভাইরাহাওয়ার দুটি ম্যাচ পরিত্যক্ত হল। ফাইল ছবি[/caption]
এর আগে চার ম্যাচে ৬ পয়েন্টধারী ভাইরাহাওয়া পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল কাঠমান্ডু কিংস একাদশের। কিন্তু রিজার্ভ ডে-র ম্যাচটি আবারও পড়ে বৃষ্টির বাগড়ায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। ৫ ম্যাচে ২ জয় ও ১ টাই এর সাথে ২ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভাইরাহাওয়ার পয়েন্ট ৭। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান দ্বিতীয়, কারণ সমান পয়েন্টধারী পোখারা রাইনোসের চেয়ে রান রেটের ব্যবধানে এগিয়ে আছেন তামিমরা। কিন্তু পোখারা, ভাইরাহাওয়ার চেয়ে বেশি ম্যাচ (৩ ম্যাচ) জেতায় তাদের খেলতে হবে না এলিমিনেটরে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[caption id="attachment_174233" align="aligncenter" width="700"]

সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৪০ রান করেন তামিম। ফাইল ছবি[/caption]
ফলে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না হেরেও তামিমদের লড়তে হবে এলিমিনেটরের কঠিন মঞ্চে। বুধবারের (৬ অক্টোবর) সেই ম্যাচে তামিমদের প্রতিপক্ষ ফের কাঠমান্ডু কিংস একাদশ।
আরও পড়ুন : “আমলার বিপক্ষে বোলিং করা সবচেয়ে কঠিন ছিল”
ম্যাচটি শুরু হবে
সময় দুপুর পৌনে দুইটায়। এর আগে প্রথম কোয়ালিফায়ারে লড়বে চিতন টাইগার্স ও পোখারা রাইনোস। তামিমদের ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।