চোট সারাতে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল, লাগবে অস্ত্রোপচার

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-04-18T19:24:25+06:00
আপডেট হয়েছে - 2022-04-18T19:24:25+06:00
অ্যঙ্কেলের ব্যাথার সাথে ইউরিনাল ইনফেকশন। এ কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম। তরুণ এই পেসারের সহসাই মাঠে ফেরা হচ্ছে না। কারণ চোট সারাতে অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে তাকে।
[caption id="attachment_196433" align="aligncenter" width="727"]

শরিফুল ইসলাম। ফাইল ছবি[/caption]
অস্ত্রোপচারের জন্য
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে শরিফুলকে। ২৫ বা ২৬ এপ্রিল সিঙ্গাপুর যাবেন শরিফুল, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চলবে চোট সারানোর কার্যক্রম। তিনি বলেন,
'২৫-২৬ তারিখের দিকে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।'
অস্ত্রোপচারের কারণ
সিরিজে অনিশ্চিত শরিফুলের অংশগ্রহণ। শরিফুল অবশ্য দ্রুতই সেরে উঠতে চান। তিনি জানান,
'দেখা যাক, অপারেশনের পর কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার। ছন্দ ফিরে পেতে অবশ্যই একটু কষ্ট হবে। তবুও চেষ্টা থাকবে যেন জলদি ছন্দ ফিরিয়ে আনা যায়।'
ভিন্ন চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি শরিফুল। তবে নিয়তি মেনে নিয়ে হতাশাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় যুব বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি বলেন,
'হতাশা লাগেনি এক ক্ষেত্রে। কারণ ইনজুরি বলে কয়ে আসে না। এরচেয়েও বড় কিছু হতে পারত। কিন্তু ছোট ইনজুরি হয়েছে, ঠিক হয়ে যাবে।'
[caption id="attachment_196432" align="aligncenter" width="800"]

শরিফুল ইসলাম। ফাইল ছবি[/caption]
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী শরিফুলের চোটের বিষয়ে বলেন,
‘শরিফুলের দুইটা সমস্যা আছে, একটা স্পোর্টস রিলেটেড, একটা নন স্পোর্টস রিলেটেড। স্পোর্টস রিলেটেড যে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে, সেই সমস্যাটা এখন অনেকটাই কেটে গেছে। ওর আঙ্কেলের ব্যথা পুরোটাই কেটে গেছে। তবে ওকে আমরা ডিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছি। যেন ওর পুনর্বাসন প্রক্রিয়াটা ভালো ভাবে সম্ভব নয় এজন্য।'
দেবাশীষ জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ হাতছাড়া হয়েছিল যে চোটের কারণে, সেটা নিয়ে এখন কোনো দুশ্চিন্তা নেই,
'স্পোর্টস রিলেটেড যে ইনজুরির জন্য সে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল, সেটা নিয়ে কোনো শঙ্কা এই মুহূর্তে নেই। কিন্তু একটা নন স্পোর্টস রিলেটেড ইনজুরি ওকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। যেটার একটা সার্জিক্যাল সলিউশন দরকার। এজন্য আমরা এই উইন্ডোটাকে ব্যবহার করতে চাচ্ছি। ওর ছোট সার্জারিটা সম্পূর্ণ করে আমরা যদি তাড়াতাড়ি ফেরত আনতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবে। এই সার্জারিটা আমরা সিঙ্গাপুর করানোর চিন্তা ভাবনা করছি।’
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।