██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

টি-টেন ক্রিকেট আয়োজন করবে সৌদি আরব

টি-টেন ক্রিকেট আয়োজন করবে সৌদি আরব

প্রকাশিত হয়েছে - 2018-05-06T11:01:45+06:00

আপডেট হয়েছে - 2018-05-06T11:01:45+06:00

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দেশই প্রতি বছর আয়োজন করে থাকে টি-২০ ক্রিকেট লিগ। সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে টি-১০ ক্রিকেট লিগও। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার ক্রিকেটে অনেক পিছিয়ে থাকা দেশ সৌদি আরবও শুরু করতে যাচ্ছে টি-১০ ক্রিকেট।
পাঁচ বছরে আরো উন্নতির প্রত্যাশা
বহুজাতিক এই টি-২০ টুর্নামেন্টটি আয়োজিত হবে আগামী ডিসেম্বরে। ৬ দিনব্যাপী আসরের ভেন্যু হবে জেদ্দার শিক্ষা মন্ত্রণালয় স্টেডিয়াম। মূলত সৌদি আরবে ক্রিকেট ছড়িয়ে দিতেই এমন আয়োজন করছে দেশটির ক্রিকেট পরিচালনা সংস্থা। আইপিএলের মত এই আসরেও দেদারসে অর্থ খরচ করা হবে। সৌদি ক্রিকেটের প্রধান নির্বাহী নাদিম নাদি বলেন-
‘এটা হবে অনেক টাকার টুর্নামেন্ট। বিশাল অংকের প্রাইজ মানি দিয়ে আমরা এটাকে হাই প্রোফাইল ও খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় করে তুলবো।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
প্রাইজমানি সম্পর্কে জানিয়ে তিনি বলেন,
'আমরা চ্যাম্পিয়নদের জন্য ৩ লক্ষ ডলার ও রানার্স আপ দলের জন্য দেড় লক্ষ ডলার প্রাইজ মানি রাখার চেষ্টা করছি।’
টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে
ি ক্রিকেটারদের দিকে নজর তাদের। সেই সাথে নজর রাখছেন বাংলাদেশসহ উপমহাদেশের দিকেও,
‘আমরা ইনজামাম ও আফ্রিদির সাথে কথা বলছি। ভারতীয় খেলোয়াড়দের পাওয়া কঠিন। কারণ তারা শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে। আমরা মূলত উপমহাদেশ থেকে খেলোয়াড় নেয়ার চেষ্টা করছি। কিন্তু আশা করছি যুক্তরাজ্য, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ও আমরা আনতে পারবো।’
সবচেয়ে চমকপ্রদ তথ্য, আসরের অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো নির্দিষ্ট একেকটি অঞ্চলের প্রতিনিধিত্ব করবে, যার মধ্যে থাকবে বাংলাদেশও! নাদিম বলেন,
‘টুর্নামেন্টে আমরা ৮ অথবা কমপক্ষে ৬টি ফ্র্যাঞ্চাইজি চাইছি। এর মধ্যে পাকিস্তান ও ভারত থেকে দুইটি করে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমিরাত ও সৌদি আরব থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি থাকবে। পাঁচ থেকে ছয় দিনের এই টুর্নামেন্টে প্রতিদিন ৩টি করে ম্যাচ রাখার কথা ভাবছি আমরা। আশা করছি, আমরা এটাতে বড় ধরনের সাফল্য পাবো।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.