ডিপিএলে রাজার ব্যাটে ঝড়, বড় সংগ্রহ গাজী গ্রুপের

প্রকাশিত হয়েছে - 2018-03-27T13:42:10+06:00
আপডেট হয়েছে - 2018-03-27T14:47:48+06:00
কয়েকদিন আগেই দেশের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছে জিম্বাবুইয়ানদের। ৩৬ বছর পর বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেনা জিম্বাবুয়ে। আইসিসির করা নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে
,
ের মতো দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।
https://www.facebook.com/GaziGroupCricketers/photos/a.691809530922791.1073741829.691788370924907/1187300394707033/?type=3&theater
দল কোয়ালিফাই না করতে পারলেও দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৭ ম্যাচে ৫৩ গড়ে ৩১৯ রান করায় টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সিকান্দার রাজা। পুরস্কার গ্রহন করতে এসে আইসিসির প্রতি নিজের আক্ষেপের কথা তুলে ধরেন সিকান্দার রাজা। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার দুঃখ ভুলার আগেই ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নিজের জাদু দেখালেন এই জিম্বাবুইয়ান।
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের সুপার সিক্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে আসেন রাজা। নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। খেলাঘর কল্যাণ সমিতির বিপক্ষে ব্যাট হাতে ঝড়ো ৯০ রানের ইনিংস খেলেন তিনি। সাভারে টস হেরে ব্যাটিং করতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরুতেই দলের অধিনায়ক জহুরুল বিদায় নিলে দলের হাল ধরেন ওপেনার ইমরুল কায়েস ও
।
দু'জন মিলে গড়েন ৯৬ রানের জুটি। ব্যক্তিগত ৬৩ রানে কায়েস আউট হলে ক্রিজে আসেন সিকান্দার রাজা। তার কিছুক্ষণ পরেই ৪৭ রান করে বিদায় নেন মুমিনুল। আসিফ আহমেদকে নিয়ে একাই লড়ে যান সিকান্দার। ৩২ করে আসিফ বিদায় নিলে নাদিফকে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন তিনি।
সাভারে খেলাঘর কল্যাণ সমিতির বোলারদের বিপক্ষে দারুণ সব শট খেলেন সিকান্দার। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৮৪ বলে ৯০ রানে ইনিংস থাকে এই জিম্বাবুইয়ানের। তার এই ঝড় ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রাজা, কায়েস, মুমিনুল বাদে ৪৫ রান করেন নাদিফ চৌধুরী।