ঢাকা মেট্রোর সহজ জয়

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-03-25T16:07:58+06:00
আপডেট হয়েছে - 2021-03-25T17:15:33+06:00
প্রথম ইনিংসে বিশাল লিড পাওয়ার পর ঢাকা মেট্রোর জয়টা প্রত্যাশিত ছিল। চতুর্থ দিন জয়ের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মার্শাল আইয়ুবদের। বরিশাল বিভাগের ৩৮ রানের সহজ লক্ষ্যে আট উইকেট হাতে রেখে টপকে যায় ঢাকা মেট্রো।

৭ উইকেটে ১৭৭ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বরিশাল বিভাগ। দলীয় ১৮৪ রানের মাথায় ফজলে মাহমুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। এরপর মনির হোসেনকে বোল্ড করেন আরাফাত সানি। কামরুল ইসলাম আর তানভীর ইসলাম শেষ উইকেটে যোগ করেন ১৪ রান। ৪ রান করে তানভীর এলবিডব্লিউ হন আল-আমিনের বলে। ২০৮ রানে অলআউট হয় বরিশাল।
দশ উইকেট হাতে রেখে জয়ের পথেই ছিল ঢাকা মেট্রো। লক্ষ্য থেকে ৮ রান দূরে থাকা অবস্থায় আনিসুল ইসলাম ইমনকে (১০) ফেরান তানভীর। নিজের পরের ওভারে এসে শামসুর রহমানের উইকেট তুলে নেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাহিদুজ্জামান আর অধিনায়ক মার্শাল আইয়ুব।
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
বরিশাল বিভাগ ২৪১/১০, ৭৬ ওভার, প্রথম ইনিংস
আশরাফুল ৪৮, সায়েম ৪৬, গাজী ৪৫
আবু হায়দার ৩/৩৪, রাকিবুল ৩/৭৬
ঢাকা মেট্রো ৪১৩/১০, ১২৯.২ ওভার, প্রথম ইনিংস
মার্শাল ১১২, শহীদুল ১০৬, জাহিদুজ্জামান ৬০
কামরুল ২/৪৯, গাজী ২/৭৭
বরিশাল বিভাগ ২০৮/১০, ৭৩.২ ওভার, দ্বিতীয় ইনিংস
মইনুল ৬৩, সালমান ৪৪, সৈকত ২৫
আবু হায়দার ৩/৪২, শহীদুল ২/৪৩
ঢাকা মেট্রো ৩৭/২, ১১.৫ ওভার দ্বিতীয় ইনিংস
জাহিদুজ্জামান ১৫*, আনিসুল ১০
তানভীর ২/১৩