তামিম টি-টোয়েন্টি খেলবেন কি না এখনও জানে না বিসিবি

প্রকাশিত হয়েছে - 2022-04-20T16:38:55+06:00
আপডেট হয়েছে - 2022-04-21T10:47:34+06:00
দেশসেরা ওপেনার তামিম ইকবাল আদৌ টি-টোয়েন্টি খেলবেন কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
[caption id="attachment_198447" align="aligncenter" width="640"]

কোন ফরম্যাটে খেলতে চান, সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তামিম।[/caption]
অনেকটা অভিমান করেই গত বছর বিশ্বকাপের আগ মুহূর্তে নিজ থেকে সরে দাঁড়ান তামিম। গুঞ্জন ছিল সে সময় দীর্ঘদিন বিরতিতে থাকা তামিমকে বিশ্বকাপের দলে চাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখনও ঝুঁলে আছে টি-টোয়েন্টিতে তামিমের অংশগ্রহণের সিদ্ধান্ত।
আজ মিডিয়ার মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান। তিনি জানান, এখনো পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না। তবে শীঘ্রই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।“না (এখনও জানি না)। তামিমেরটা খুব শীঘ্রই জানতে পারব সে পরবর্তী বিশ্বকাপ খেলবে কি না। এটা এখনই বলা যাচ্ছে না।”
এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন
দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে।
তবে তামিমের অনুপস্থিতে যারাই এতদিন সুযোগ পেয়েছেন তাঁরা কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি। বিপিএলে দারুণ খেলা মুনিককেও
সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন মুনিম।
অবশ্য তামিম নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ কয়েকদিন পরই জানাবেন বলে জানিয়েছেন নিজেই। ততদিন পর্যন্ত না হয় অপেক্ষা করতে হবে বিসিবিকে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।</strong