নিজের ক্যারিয়ার নিয়ে নয়, দলের জন্য রান করা নিয়ে চিন্তিত মুশফিক : সিডন্স

প্রকাশিত হয়েছে - 2022-05-10T22:32:24+06:00
আপডেট হয়েছে - 2022-05-10T22:38:37+06:00
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন মুশফিক দ্রুতই নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবিকে সিদ্ধান্ত জানাবেন। অবশ্য ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, বাইরে কী হচ্ছে তা নিয়ে একদমই চিন্তিত নন এ অভিজ্ঞ ব্যাটার। উল্টো দলের জন্য রান করতে মরিয়া মুশফিক।
[caption id="attachment_200008" align="aligncenter" width="640"]

সিডন্স বিশ্বাস করেন টেস্টে পুরনো রূপে ফিরবেন মুশফিক। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
দুদিন আগেই পাপন জানিয়েছেন তামিম, রিয়াদের মতোই যেকোনো একটি ফরম্যাট নিয়ে ভাববেন মুশফিক। সিনিয়র ক্রিকেটাররা নিজ থেকে সিদ্ধান্ত না জানালে বিসিবি কিংবা ম্যানেজমেন্ট তাঁদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে পিছু হাঁটবে না।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । কপালে যেখানে চিন্তার ভাজ পড়ার কথা সেখানে উল্টোটা ঘটেছে।
সিরিজকে সামনে রেখে অনুশীলনে ছিলেন আরও বেশি মনোযোগী। পরিশ্রম, অনুশীলন- এসবের সঙ্গে যেন আপোষ করতে চান না দলের এ অভিজ্ঞ ব্যাটার।
নিজের এই খারাপ সময়ে ব্যাটিং কোচ সিডন্সকে পাশে পাচ্ছেন মুশফিক। দুদিন ধরেই তাঁর সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। সিডন্স বললেন, প্রত্যেকটা গ্রেট খেলোয়াড়দের এমন কঠিন সময় যায়। আবার তাঁরা ফিরেও আসে। মুশফিকও সেই গ্রেটদের পথেই হাঁটবেন বলে বিশ্বাস তাঁর।
“বাইরে কী হচ্ছে সেটির চেয়ে মুশফিক পরের দুটি টেস্ট নিয়ে বেশি মনোযোগী। আমার মনে হয় না ক্যারিয়ারের কোনো ফরম্যাট নিয়ে সে দুশ্চিতায় আছে। মনে হচ্ছে সে টেস্টে দলের জন্য কীভাবে রান করবে, তা নিয়ে বেশি চিন্তিত। সে লাল-বলের ক্রিকেট নিয়ে মনোযোগী। সাদা বলের ক্রিকেটে যথেষ্ট সফল সে।”
তিনি আরও যোগ করেন,
“যেকোনো ভালো খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন কঠিন সময় আসে যখন তাঁরা রান করতে পারে না। তবে তাঁরা কামব্যাকও করেছে, এজন্যই তাঁদের গ্রেট ক্রিকেটার বলা হয়। আমি মনে করি মুশি বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার এবং রানও করে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় একটি সিরিজ খারাপ যেতেই পারে। তবে আমার বিশ্বাস সে আবারো রান করবে।”
[caption id="attachment_196107" align="aligncenter" width="650"]

বাংলাদেশের অনুশীলনে ব্যাটিং কোচ সিডন্স।[/caption]
ভালো খেললে মাথায় তুলে রাখা হয় আবার খারাপ খেললে চারপাশ থেকে সমলোচনা হয়। পেশাদার ক্রিকেটারদের জন্য আলোচনা-সমলোচনা নিত্যদিনের সঙ্গী। অনেক সময় সমলোচনার চাপে পড়ে ঘুরে দাঁড়াতে পারেননা ক্রিকেটাররা। আর তাই সাংবাদিকদের কাছে একটি অনুরোধও করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ সিডন্স।
“আপনাদের নেতিবাচক কথা বলা বন্ধ করতে হবে। এক সিরিজ খারাপ করলেই সমলোচনা করে তাঁদের ওপর চাপ প্রয়োগ করা উচিত না। তাঁদের এমনভাবে আত্মবিশ্বাস জোগান যেন তাঁরা চাপে না পড়ে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।