প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে তামিম

প্রকাশিত হয়েছে - 2019-01-29T17:17:29+06:00
আপডেট হয়েছে - 2019-01-29T17:17:29+06:00
ইতিহাসের প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আরও একটি রেকর্ড গড়লেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার ও সিনিও ক্রিকেটার তামিম ইকবাল। দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০০ রান করার গৌরব অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৫তম ম্যাচে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে এই কীর্তি গড়েন তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে ব্যাট হাতে বাঁহাতি এই ব্যাটসম্যান উপহার দেন দারুণ এক ইনিংস। এই ইনিংস খেলার পথেই টি-২০ ফরম্যাটে তার রান সংখ্যা স্পর্শ করে ৫০০০ এর মাইলফলক।
দেশি ব্যাটসম্যানদের মধ্যে এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান নিয়েই ম্যাচ শুরু করেছিলেন তামিম। সবার আগে ৫০০০ রান করা এই ব্যাটসম্যানের পর রয়েছেন আরও দুই ক্রিকেটার, যারা ৫০০০ রানের মালিক হওয়ার পথেই ছুটছেন।
সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিমের সবচেয়ে কাছে রয়েছেন তারই বন্ধু ও জাতীয় দলের সতীর্থ
, যিনি বিপিএলের চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কত্ব করছেন। এই ফরম্যাটে সাকিবের রান সংখ্যা ৪৬৬৭। তার চেয়ে অবশ্য অনেক পিছিয়ে রয়েছেন এই টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় থাকা তৃতীয় বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনা টাইটান্সের অধিনায়ক ও জাতীয় দলের আরেক সিনিয়র এই ক্রিকেটারের রান ৩৪৩৪।
এই প্রতিবেদন লেখার সময় চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচটি চলছে। চলছে তামিমের ইনিংসটিও। ৪৬ বলের মোকাবেলায় ৩টি চার ও ২টি ছক্কায় বলের সমানসংখ্যক রান (৪৬ রান) এসেছে তার ব্যাট থেকে। চিটাগং ভাইকিংসের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্য পূরণ করতে হাতে থাকা ৩৪ বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন আরও ২৬ রান।
প্রসঙ্গত, এই ম্যাচের আগে ৯টি ম্যাচ খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে ৬টি ম্যাচেই, রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।